আপনি কি আপনার পার্টনার কে ঠিকমতো ভালোবাসছেন? নাকি মনে হচ্ছে যে, অনেক কিছুই আর আগের মতো নেই। বাটারফ্লাই দিনগুলো চিরস্থায়ী হবে না, সম্পর্কে দূরত্ব আসবে, আবার সেই দূরত্ব কমবেও। কিন্তু কিছু লক্ষণ থাকলে আপনাকে বুঝতে হবে, ভালোবাসাটাই আসলে আর আগের মতো নেই। দুইজন অথবা যেকোনো একজনের এমন ভালোবাসার ঘাটতি থেকেই ফাটলের শুরু হয়।
১. যখন আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, কল্পনা করেন কিন্তু সেখানে আপনার ভালোবাসার মানুষটি স্থান পায় না
via GIPHY
২. যখন আপনার কথা, ধৈর্য কিংবা এফোর্ট সব কিছু ‘টেকেন ফর গ্র্যান্টেড’ হিসেবে নিয়ে সে বারবার একই ভুল করতে থাকে
via GIPHY
৩. যখন পার্টনার ফোন অথবা নক দেয়া না অব্দি সারাদিন তাদের কথা নিজে থেকে মনেই পড়ে না। এমনকি দেখা করতে বা ফোনে কথা বলতেও তেমন এক্সাইটমেন্ট কাজ করে না
via GIPHY
৪. যখন সে আশেপাশে না থাকলে তুলনামূলকভাবে একটু বেশি খুশি এবং রিলাক্সড ফিল করেন
via GIPHY
৫. যখন তার সাথে কাটানো সময়গুলো আর আনন্দঘন মনে হয় না
via GIPHY
৬. যখন মনে হয় আপনি কেবল একাকিত্বের ভয়ে তার সাথে থেকে যান, কোন ইমোশনাল বন্ডের জন্য নয়
via GIPHY
৭. যখন তার ব্যাপারে আকর্ষণীয় এবং ভালোলাগার দিকগুলোই এখন আপনার কাছে বিরক্তিকর লাগে
via GIPHY
৮. যখন মনে হয় আপনার রিলেশনশিপে থাকা আর না থাকার মাঝে তেমন কোনো পার্থক্য নেই
via GIPHY
৯. যখন কোনো ব্যাপার নিয়ে দ্বিমত পোষণ করলে, তা সহজেই বাকবিতন্ডা কিংবা বড় ঝগড়ায় রূপ নিতে থাকে
via GIPHY
১০.যখন এক দুই সপ্তাহের জন্য দূরে কোথাও গেলেও, আপনি তাকে মিস করেন না