সম্পর্ক মানেই দুইজন মানুষের একসাথে পথ চলা, আর একসাথে চলতে গিয়ে আমাদের কিছু কিছু অযাচিত আচরণ সত্যিই বিরক্তিকর। আরও বেশি বিরক্তিকর হচ্ছে এইসব আচরণগুলোকে স্বাভাবিক মনে করা। তাই এমনসব আচরণের কিছু নমুনা নিয়েই আমাদের আজকের তালিকা।
১. ঝগড়া লাগলেই কে কার জন্য, কখন, কি করেছি, সেগুলো বারবার মনে করিয়ে দেয়া
via GIPHY
২. কথায় কথায় নিজের পার্টনারকে অন্যদের পার্টনারের সাথে তুলনা করা
via GIPHY
৩. ভালোবাসা যে অন্ধ, তা প্রমাণ করতে গিয়ে পার্টনারের যেকোনো খারাপ কাজ মেনে নেয়া
via GIPHY
৪. বিশ্বাসের প্রমান স্বরূপ সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড বিনিময় করা
via GIPHY
৫. “আমি তোমার জন্য এটা করেছি, অথচ তুমি আমার জন্য কি করেছ?” এমন বিনিময় খোঁজা
via GIPHY
৬. কে কতবার ভুল করেছে, সেই হিসেব অক্ষরে অক্ষরে মনে রেখে, তা নিয়ে কথা তোলা
via GIPHY
৭. পার্টনারের পরিবারের সদস্যদের জন্য করা পার্টনারের প্রতিটা কাজে, নিজের সাথে করা কাজগুলোকে তুলনা করা
via GIPHY
৮. নিজের স্বকীয়তা ভুলে, সবকিছুই একে অন্যকে বলে দেওয়া