তীব্র গরমে টয়লেটের পর ট্যাপের পানি দিয়ে শুচু করার সময় পশ্চাৎদেশের ৯৮ শতাংশ পুড়ে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন ফেনীর রেজা নামের এক ব্যাক্তি। জানা যায় ঢাকায় মিরপুর দেখতে তিনি তার শহরের চাচাতো বোনের বাসায় ঘুরতে এসেছিলেন। হঠাৎ তার পেটে তথাকথিত মোচড় দিয়ে উঠলে দৌড়ে বাথরুমে ঢুকে যান এবং প্রকৃতির ডাকে সারা দেন কিন্তু সারা দেয়া শেষ হলে তাড়াহুড়া করে বের হতে গিয়ে কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ডিরেক্ট ট্যাপের পানি জায়গা বরাবর মেরে দিলে সেখানেই তার পশ্চাৎদেশের ৯৮ শতাংশ পুড়ে যায় এবং তিনি ও মা গো চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ ব্যাপারে রেজা ভাইয়ের সাথে কথা বলতে গেলে তিনি বলেন- “ভাই! আমি এখানে ক্যান? আমার কি হইছে?” বলেই আ! উ! করে চীৎকার করে তিনি আবার জ্ঞান হারিয়ে ফেললে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন স্বঘোষিত হট ফেভারিট নিকি মিনাজ। তিনি বলেন- “এই পানি তো দেখি আমার থেকেও গরম। কিন্তু এটা তো হতে পারে না! আমি এই ধরণের অবিচারের বিচার চাই!”
তবে তার চাচাতো বোন আমাদের বলেন- “আহারে! আমার গ্রামের চাচাতো ভাইটা কত শখ করে মিরপুর দেখবে বলে ঢাকায় এসেছিলো। দেখেন এখন অবস্থাটা বেচারা ট্যাপের পানিতে আহত হয়ে এখন সোজা হয়ে বসতে পারছে না”।
একটু পর রেজা ভাইয়ের আবারও জ্ঞান ফিরলে তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হন, তিনি বলেন- “ভাভাগো ভাভা! এত গরম পানি ভাই কেমনে বুঝামু মাত্র পানিটা আমার পশ্চাৎদেশ টাচ করসে সাথে সাথে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলো ভাই!”
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।