in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

ব্রাজিল ফ্যানদের জন্য গর্ত ভাড়া দেয়ার সার্ভিস নিয়ে বাজারে এলো নতুন অ্যাপ “লুকাও”

প্রায় ২৮ বছর পর কোন ট্রফি জিতলো আর্জেন্টিনা, কোপার ফাইনালে জেতার পর থেকেই তাদের যন্ত্রণায় টিকে থাকাই দায় হয়ে পড়েছে ব্রাজিল ফ্যানদের। তাই ব্রাজিল ফ্যানদের লুকানোর জন্য গর্ত ভাড়া দেওয়ার নতুন সার্ভিস নিয়ে বাজারে এলো অ্যাপ “লুকাও”। লুকাও অ্যাপের সিইও লুকাকু আলম আমাদের বলেন “আমরা গতকাল রাত থেকে পুরোপুরি সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, যদিও আমাদের পুরো প্রস্তুতি ছিল আর্জেন্টিনাকে ঘিরে, কিন্তু একটা অঘটন ঘটে যাওয়ায় এখন আমরা ব্রাজিল ফ্যানদেরকে আর্জেন্টিনার ফ্যানদের হাত থেকে রক্ষার জন্য গর্ত ভাড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছি, ইতিমধ্যে আমরা কয়েক হাজার রিকুয়েস্টও পেয়েছি এবং সেগুলো প্রক্রিয়াধীন আছে।”

এদিকে আর্জেন্টিনার পাগলা ফ্যান সমিতির সভাপতি লিওনেল কচি আমাদের বলেছেন “এতদিন আমাদের কাপ না পাওয়ার জন্য ব্রাজিল ফ্যানরা যত মশকরা করেছে, তাদেরকে সেগুলো কড়ায়গন্ডায় ফেরত দেওয়া হবে, এসব লুকাও ফুকাও তাদের কোনোভাবেই রক্ষা করতে পারবে না, রাস্তাঘাটে কোনো ব্রাজিল ফ্যান পেলেই আমরা তাদের মাথায় ঘোল ঢেলে দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর আসল প্র্যাকটিস করবো।”

কিন্তু অন্যদিকে এ ব্যাপারে কথা বলার জন্য কোনো ব্রাজিল সমর্থককে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আমাদের জার্মানি সাপোর্টার প্রতিবেদক মিঃ প্লাস্টিক ভূঁইয়া!

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Tinder Bio-তে যে ৭টি কথা লিখে কোনো লাভ নেই, কিন্তু তবুও আমরা লিখি

আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টারদের বর্তমান অবস্থা নিয়ে ৬টি রিলেটেবল মিম