in , ,

কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

ঈদের দিন বন্ধুর বাসায় সেমাইয়ের প্লেট চেটেপুটে প্লেটের ডিজাইন নষ্ট করে দিলেন রংপুরের একজন

ঈদের দিন দাওয়াতে গিয়ে বন্ধুর বাসায় সেমাই খাওয়ার সময় সেমাইয়ের প্লেট চেটেপুটে প্লেটের ডিজাইন নষ্ট করে দিলেন রংপুরের মীর আফসার ওরফে মীরু ভাই নামের এক ব্যক্তি। জানা যায় উনার বন্ধু উনাকে ঈদের দিন দুপুরে বাসায় দাওয়াত দিয়েছিলেন দাওয়াতে গিয়ে খাওয়া দাওয়ার এক পর্যায়ে মীরু ভাই এতোটাই এক্সাইটেড হয়ে পড়েন যে সেমাই খেতে খেতে চেটেপুটে প্লেটের ডিজাইন নষ্ট করে দেন। মীরু ভাইয়ের বন্ধুর কাছে এ ব্যাপারে জানার জন্য গেলে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন- “ভাই এইটা আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে গিফট পাওয়া ডিনার সেট, শালায় এমন ভাবে চেটেপুটে খাইসে ডিজাইনই নষ্ট করে দিসে। বউয়ের সামনে আমার ইজ্জতের ফালুদা! বউ আমার সাথে রাগে এখন কথাই বলেনা দুইদিন ধরে”।

মীরু ভাইকে এ ব্যাপারে জানার জন্য কথা বলতে গেলে তিনি চেটেপুটে ভাই হিসেবে ভাইরাল হয়ে যাওয়াতে কথা বলতে প্রথমে রাজি হননি। পরে আমরা তাকে ভালো ডিজাইনের প্লেটে সেমাই খাওয়ানোর লোভ দেখালে তিনি রাজি হন এবং বলেন- “ভাই সেমাই আসলে আমার অনেক প্রিয় খাবার সেমাই পেলে আমি খেতেই থাকি হিসাব থাকেনা, ঐদিনও আসলে বুঝতে পারি নাই, তাই চেটেপুটে প্লেটের ডিজাইন নষ্ট করে দিসিলাম। এখন কাউরে মুখ দেখাইতে পারিতেছি না ভাই। এলাকার সিড়ির নিচে বিড়ির দোকানে বিড়ি খাইতে গেলেও মানুষ ঐ চেটেপুটে ভাই বলে চীৎকার দেয়, কি বিপদ বলেন”।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে এমন কথা শুনে বিশ্বের অনেক ফুড ব্লগার এখন মিরু ভাইয়ের সাথে যোগাযোগ করার ট্রাই করছেন। কেউ কেউ তাকে মিসড কল দিয়ে যাচ্ছে অনবরত।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ঈদে কি চাই আর কি পাই তার এই ৮টি নমুনা জেনে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে!

ঈদ আগে কেমন ছিল আর এখন কেমন তা জেনে নিন এই ৯টি পার্থক্যে