বিভিন্ন অফিস আদালত ও বাসা বাড়িতে এসি ব্যবহার এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু আমাদের অনেকেই এসির সঠিক ব্যবহার ও রক্ষনাবেক্ষন সম্পর্কে না জানায়, প্রায়ই বিভিন্ন রকম ছোটবড় দুর্ঘটনা ঘটছে। তাই আজ থাকছে এসি বিস্ফোরণের সম্ভাব্য কারণ সমূহ এবং এর থেকে প্রতিকারের কিছু টিপস।
এসি দুর্ঘটনার সম্ভাব্য কারণ সমূহ:
১. অনেক দিনের পুরনো অথবা নিম্নমানের এসি ব্যবহার করা
২. রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করা
৩. কম্প্রেসরের ভেতরে ময়লা আটকে জ্যাম তৈরি হয়ে যাওয়া
৪. এসি থেকে গ্যাস লিক হয়ে তা রুমে বা এসির ভেতরেই জমে থাকা
৫. টানা দীর্ঘক্ষণ এসি চালানোর ফলে এসির প্রেশার বেড়ে যাওয়া
৬. এসির ভেতরের বা বাইরের বৈদ্যুতিক তার নড়বড়ে হয়ে শর্টসার্কিটের ঝুঁকি বেড়ে যাওয়া
৭. ইলেকট্রিক হাই ভোল্টেজের কারণে এসির যন্ত্রের ওপর চাপ তৈরি হওয়া
৮. দীর্ঘদিন যাবৎ এসির সার্ভিসিং না করানো
৯. এছাড়াও বজ্রপাত বা বৃষ্টির সময়ে এসি চালানো ঝুঁকিপূর্ণ, কারণ ভালো আর্থিং ব্যবস্থা না থাকলে এটিও এসির দুর্ঘটনা ঘটাতে পারে
যেভাবে দুর্ঘটনা এড়ানো যেতে পারে:
১. পেশাদারদের ইঞ্জিনিয়ার দিয়ে নিয়মিত সার্ভিসিং করানো
২. রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্ধারণ
৩. নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা
৪. দীর্ঘসময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেয়া
৫. বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করা
৬. হাই ভোল্টেজ এড়াতে সার্কিট ব্রেকার ব্যবহার করা
৭. বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা এবং বাড়ির ছাড়ে বজ্র নিরোধক ব্যবস্থা রাখা