in , ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী Game Of Thrones – এর কোন ক্যারেক্টারটি আপনি? চলুন খুঁজে বের করি।

ভারতীয় উপমহাদেশে বাস করে সংখ্যাতত্ত্ব সম্পর্কে জানেনা এমন মানুষ পাওয়া দুষ্কর। আপনি এসবে বিশ্বাস করেন আর না করেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনে একবার হলেও নিজের রাশিফল কিংবা সংখ্যাতত্ত্ব আপনি অবশ্যই মিলিয়ে দেখেছেন এসব আপনার জীবনে কোন প্রভাব ফেলে কিনা কিংবা কতটুকু মিলে। আবার অনেক সময় অবাক হয়েও বলেছেন ‘হায় হায় মিলল ক্যামনে!’ সে যাই হোক। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা তাই সংখ্যাতত্ত্বে বিশ্বাস-অবিশ্বাসের তর্কে যাবনা।

চলছে গেম অফ থ্রোন্সের শেষ সিজন। আর এবারের সিজন নিয়ে নানা জল্পনা-কল্পনা, আশা-আকাংখার শেষ নেই সিরিজপ্রেমীদের। এই হালের ক্রেজের কথা মাথায় রেখে আমরা এই সিরিজের কিছু ক্যারেক্টারের লিস্ট বানিয়েছি যা কিনা আপনার জন্মের তারিখ (আসলটা, সার্টিফিকেটেরটা না) অনুসারে আপনার চরিত্রের সাথে মিলে যাবে।

চলুন প্রথমে দেখি আপনি যেভাবে হিসাব করবেন-

ধরি, জয়া আহসানের জন্ম তারিখ ১/৭/১৯৭২

এবার তার জন্ম তারিখের সবগুলো সংখ্যা যোগ করি।

১+৭+১+৯+৭+২= ২৭

তো আমরা দেখছি যে দুই ডিজিটের একটা সংখ্যা পেলাম। কিন্তু আমাদের ততক্ষণ যোগ করতে হবে যতক্ষণ না আমরা এক ডিজিটের কোন সংখ্যা পাচ্ছি।

তাহলে ২৭ কে এবার যোগ করি।

২+৭ = ৯

পেয়ে গেলাম এক ডিজিটের সংখ্যা। জয়া আহসানের সংখ্যা হচ্ছে 

দেখলেন কত সহজ?
এভাবে হিসাব করে প্রাপ্ত সংখ্যা অনুযায়ী আপনার চরিত্রটি বের করে ফেলুন

 

 

 

 

 

 

 

 

আপনি যে ক্যারেক্টার পেয়েছেন তার সাথে আপনার সম্পূর্ণ মিল অবশ্য নাও থাকতে পারে। বুঝেনই তো এটা হচ্ছে গেম অফ থ্রোন্স। এখানে যা ভাববেন তা কখনোই হয়না। খালি টুইস্ট আর টুইস্ট।

What do you think?

Written by Nuzhat Nabilah

আগের জন্মে বেড়াল ছিলাম, এই জন্মে গোল্ড ফিশ

Leave a Reply

সেন্টমার্টিনের পর এবার মিরপুরকে দ্বীপপুঞ্জ ভেবে নিজেদের বলে দাবি করলো মিয়ানমার!

পানির সো*নে টিকতে না পেরে উভচর মোটরবাইক আবিস্কার করলো মিরপুরের এক প্রেমিক