in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

করোনার এই সময়ে বিয়ে করলে যে ৮টি সুপার সুবিধা একদম ফ্রি

বিয়ে হচ্ছে দিল্লীর লাড্ডু, খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে, বিয়ের আগে ও পরে অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। আর তাই বিয়ের আনুষ্ঠানিকতার ভয়েই অনেকে বিয়ে করতে চান না। আপনিও কি তাদের মধ্যে একজন? তাহলে জেনে নিন কেন এই লকডাউনের সময়েই কেন আপনার বিয়ে করা উচিত।

১. খেয়েদেয়ে আবার বদনামও করবে, এমন কয়েকশ মানুষকে দাওয়াত করে খাওয়ানোর খরচ বেঁচে যাবে

via GIPHY

 

২. বিয়ের পর হানিমুনে যাওয়ার এক্সট্রা প্যারা নাই, তাই খরচও নাই

via GIPHY

 

৩. বিয়ের পর শ্বশুরবাড়ি ও তাদের আত্নীয়দের বাসায় ফর্মাল দাওয়াতগুলোর নানানরকম সামাজিকতা থেকে রক্ষা পাবেন

via GIPHY

 

৪. “হুট করে হয়ে গেলো” এই কথার যথার্থ প্রয়োগ এখনই করতে পারবেন

via GIPHY

 

৫. অন্য সময় কাউকে দাওয়াত দেয়া মিস হলে একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে। এখন আর সে ঝুঁকি একদম নেই

via GIPHY

 

৬. যারা একটু অতিরিক্ত গ্যাঞ্জাম বা আত্নীয়স্বজন এড়িয়ে চলতে পছন্দ করেন, তাদের জন্য এখনই কেন বিয়ে করার আদর্শ সময়, তা আর নতুন করে বলার কিছু নাই

via GIPHY

 

৭. এখন সবকিছু বন্ধ থাকায়, নতুন সঙ্গীকে সময় দেওয়া নিয়েও কোন ঝামেলা পোহাতে হবে না

via GIPHY

 

৮. যাদের লুকিয়ে বিয়ে করার ফ্যান্টাসি আছে, তারা এই চান্সে অ্যারেঞ্জ ম্যারেজেই লুকিয়ে বিয়ে করার একটা স্বাদ পেয়ে যাবেন

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

বাংলাদেশি বাবারা যদি “কে হতে চায় কোটিপতির” উপস্থাপক হতো, তবে যে ১০টি প্রশ্নও অবশ্যই থাকতো

‘Sis Code’ এর এই ৮টি নিয়মের ব্যাপারে শুধু মেয়েরাই জানে