in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

অনেকদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হলে যা যা ঘটে

জীবনের সবচেয়ে আনন্দের অনুভূতিগুলোর মধ্যে একটি হচ্ছে, অনেকদিন দেখা হয় না এমন কোনো পুরনো বন্ধুর সাথে আবার দেখা হওয়া। কারন বন্ধুদের সাথেই জড়িয়ে থাকে আমাদের সবচেয়ে বেশি আনন্দের স্মৃতিগুলো, তাই তাদের সাথে দেখা হওয়া মাত্রই আমরা চলে যাই একদম ফ্ল্যাশব্যাকে। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার পর যা যা হয়, আসলে সেগুলোই দেখাবো আজ।

১. দেখা হওয়ার পরপর প্রথম ডায়লগই থাকে “তোকে তো চেনাই যায় না, কত পাল্টে গেছিস”

via GIPHY

 

২. একে অন্যকে যোগাযোগ না রাখার জন্য দোষারোপ করতে থাকেন

via GIPHY

 

৩. এরপর চলে একের পর এক পুরোনো বিব্রতকর ঘটনা মনে করিয়ে দেওয়া

via GIPHY

 

৪.জীবন আগে কতটা সহজ ছিলো, এসব মনে করে হা-হুতাশ করতে থাকেন

via GIPHY

 

৫. বরাবরের মতই সাথে তৃতীয় কোন ব্যক্তি থাকলে, তার সামনে একে অন্যকে পঁচানো শুরু হয়ে যায়

via GIPHY

 

৬. একসাথে উল্টাপাল্টা কিছু করতে গিয়ে ধরা খাওয়ার কথা মনে করে হাসাহাসি করতে থাকেন

via GIPHY

 

৭. অনেকদিন আগে নিজেদের পাওনা ট্রিটগুলোর কথাও উঠে আসে এসময়

via GIPHY

 

৮. আগে বলা হয়নি মনের এমন অনেক গোপন কথাও চান্সে বলা হয়ে যায় এসময়

via GIPHY

 

৯. বন্ধুর এক্সের কথা ইচ্ছা করে তাদের মনে করিয়ে দেন

via GIPHY

 

১০. আপনাদের বন্ধুত্ব নিয়ে যে অন্যরা “হিংসে হিংসে হিংসে” করতো সেটা মনে করতেও ভুলে যান না

via GIPHY

 

১১. নিজেদের অনেক পুরনো ইস্যু, যেগুলো নিয়ে কখনোই আপনারা একমত ছিলেন না, আবার তর্ক শুরু করেন এবং শেষমেশ দেখা যায় আপনারা এখনো একমত না

via GIPHY

 

১২. একসাথে কোন ঝামেলায় জড়িয়ে কিভাবে সেখান থেকে বের হয়ে এসেছিলেন, সেগুলো ভেবে আবার নস্টালজিক হয়ে যান

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

গুজবে বিশ্বাসীদের জন্য করোনা ভাইরাস নিয়ে ফ্রেশ ৮টি গুজব

ছোট ভাই-বোন আছে? তাহলে এই ১০টি প্যারা রেগুলার খেয়েই আপনি পেট ভরান