in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

ফণীর পর এবার ধেয়ে আসছে ঘুর্ণিঝড় “GPA – 5”, সারাদেশে ৯ নম্বর বিপদ সংকেত জারি!

ঘুর্ণিঝড় ফণী দুর্বল হতে না হতেই আরো একটি ঘুর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। ঘূর্ণিঝড়টির উৎপত্তিস্থল শিক্ষা মন্ত্রণালয়ে। ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি ঘন্টায় জিপিএ-৫ মাইল গতিতে দেশের প্রতিটি মাধ্যমিক স্কুলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৬ তারিখ দুপুর থেকে বিকাল নাগাদ সারাদেশে ঝড়টি প্রবলবেগে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকল এসএসসি ফলার্থীকে (পরীক্ষার্থী আর বলা চলে না) নিকটস্থ প্রার্থনাকেন্দ্রে আশ্রয় গ্রহণ করতেও বলা হয়েছে।

তবে এ ব্যাপারে এক বিশেষ সংবাদ বিবৃতিতে জনৈক ফলার্থী আমাদের প্রতিনিধিকে জানান- “দেখেন ভাই এই মুহূর্তে ফল শব্দ শুনতেও আমার ভয় লাগতেছে। বাসায় ফল খাইতে দিলে খাইতে পারতেছি না। বাজারে গেলেও ফলের দোকান এড়ায়া চলতেছি।”

তবে ফলার্থীদের সুবিধার্থে বাংলাদেশ আজাইরা বুদ্ধি কমিউনিটি (আবুক) থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি জীবনের ঝুঁকি নিয়ে আগাম সংবাদটি উদ্ধার করেছেন রাফিদুল রাফি। বিজ্ঞপ্তিটি এখানে হুবহু তুলে ধরা হলো-

সকল ফলার্থীদেরকে নিম্নোক্ত ব্যাপারগুলি মেনে চলতে বলা হলো-

#১

পাশের বাসার আন্টি কিংবা আপনার বাবার বন্ধু যাদের ছেলে বা মেয়ে গতবার গোল্ডেন পেয়েছে এবং সেইসকল আঙ্কেল-আন্টিরা আপনার বাসায় যাতায়াত আছে তাদের কাছ থেকে যথা সম্ভব দূরে থাকুন।

#২

জিপিএ গোল্ডেন -৫ বা জিপিএ-৫ না পেলে বা পাশ না করলে আপনার শুভ বিবাহ হবে (মেয়ে ফলার্থীর ক্ষেত্রে) কিংবা আপনি একজন গর্বিত রিকশাওয়ালা হবেন (ছেলে ফলার্থীর ক্ষেত্রে) এ যাবতীয় কথাবার্তা বা হুমকি বাবা মা দিলে চাপ নিবেন না, তারা এগুলা বলে থাকেই। তারা আপনাকে বিয়ে দিয়ে বাল্যবিবাহ দেওয়ার দায়ে মামলা খেতে অথবা গর্বিত রিকশাওয়ালার বাবা -মা হতে চান না!
(এগুলা তাদের মুখের কথা, আপনি পাশ করলেই তারা খুশি, ফেইল করলেও ১/২ দিন বকাবকি করে পরে আবার ঠিক হয়ে যাবে)

#৩

আমি তো জিপিএ -৫ না, জিপিএ-ফ (ফেইল), আমার তো মরে যাওয়া উচিত— এ জাতীয় চিন্তাভাবনা বাদ দিয়ে চোখ খুলে পড়ুন– এসএসসি একটা পরীক্ষামাত্র এটা পুরো জীবন নয়। জীবন সামনে পড়ে আছে।

#৪

আশ্চর্যজনকভাবে টিভি খুলে,পত্রিকা খুলে দেখবেন ফলাফলে বরাবরের মতো এবারও একমাত্র মেয়েরা জিপিএ-৫ পাবে, পাশ করবে। কিন্তু আপনি ছেলে ফলার্থী, আপনি পত্রিকার ফ্রন্টপেজে কিংবা টেলিভিশনে শুধু মেয়েদের হাসিমুখ, ধাপাধাপি দেখে হতাশ হবেন না। আপনি আপনাকেও টিভিতে কিংবা পত্রিকায় দেখতে চান??

নো টেনশন, আপনার জন্য থাকছে নিম্নোক্ত তিনটি টিপস্:

(I) যে চ্যানেলের বা পত্রিকার সাংবাদিক আপনার স্কুলে নিউজ করতে আসবে একটা প্ল্যাকার্ডে ঐ সংবাদমাধ্যমের একটা লগো এঁকে তার নিচে লিখবেন “Love u ‘অমুক’ টিভি বা Love u ‘অমুক’ পত্রিকা, আই অ্যাম জিপিএ-৫!”
ব্যস্ আপনি অ্যাটেনশন পেয়ে যাবেন।

(ii) ফলাফল পেয়ে স্কুলের গেটে বন্ধুদের নিয়ে লুঙ্গি পড়ে দাঁড়িয়ে থাকতে পারেন। আপনাকে সংবাদমাধ্যম কাভার করবেই করবে। এই টিপস্ টা ৯৯.০৯% কাজে দিবে

(iii) উপরের দুই টিপস্ কাজে না দিলে ‘বা হাতের ব্যাপার’ বলে যে একটা কথা আছে ওটা সাংবাদিকদের সাথে কানে কানে কথা বলে ফয়সালা করে নিতে পারেন।

(এগুলো কাজে না দিলে আপনার ‘পুরুষবাদ’ নিয়ে একটা নতুন জনরা চালু করা উচিত হবে।)

#৫

ফলাফল পেয়ে নিশ্চয়ই বন্ধুবান্ধবদের সাথে সেলফি তুলবেন, তুলুন। যত পারেন, তুলুন। আর ওদের সেলফিতেও সামনের দিকে থাকার চেষ্টা করুন। আর ফেবুতে অবশ্যই “টাইমলাইন রিভিউ” অপশন চালু রাখবেন। না হলে ট্যাগ দেওয়ার পর ওদের তোলা সেলফিতে আপনি আর আপনাকে চিনতে পারবেন না।

#৬

রেজাল্ট এক্সপেকটেশন এর থেকে ভালো হয়ে গেলে চিৎকার করে উল্লাস করবেন না, টিভির লাইভে ‘হাইস্যকর’ ব্যক্তি হয়ে ধরা পড়ে যেতে পারেন।

#৭

রেজাল্ট আশানুরুপ না হলে কান্নাকাটি করবেন না। কোন মতেই পরীক্ষার ফলাফলে আবেগী হওয়া যাবে না।

#৮

মেয়ে ফলার্থীরা সাজুগুজু করে যেতে ভূলবেন না, তবে সাথে ছাতা রাখা অত্যাবশ্যক। না হলে হুটহাট বৃষ্টি বা তুমুল গরমে ঘাম আপনাকে আপনার নিকট ‘এ কোন নতুন আমি’ রূপে হাজির করে দিবে।

#৯

ফলাফল আপনি ওয়েবসাইট কিংবা এসএমএস এর মাধ্যমে জানতে চাইলে বলে রাখা ভালো,
আপনাদের ফলাফলের আনন্দে আত্নহারা হয়ে সার্ভার বাবাজি ডাউন হয়ে যাবে। দুনিয়ার সবাই দুপুরে ফলাফল জেনে গেলেও আপনি জানতে পারবেন পরদিন সকালে!

#১০

“আমার মামা বোর্ডের কেরানি, আমাকে টাকা দাও কিছু, রেজাল্ট আগে আইনা দিই”
এ জাতীয় কথাবার্তায় কান দিবেন না।মনে রাখবেন,সময়ের কাজ সময়ে ভালো।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Leave a Reply

যেদিন আপনার কোথাও তাড়াতাড়ি যাওয়া দরকার ঠিক সেদিন আপনার সাথে যে ঘটনাগুলো ঘটবেই

ভবিষ্যতের বাংলাদেশি ডিজিটাল বাবা-মায়েরা কেমন হবে? আসুন দেখি তার ১২টি নমুনা