in , ,

গুরু আজম খানের স্মরণে স্বরব্যাঞ্জোর বগা তালেবের একটি সুন্দর প্রয়াস

https://www.facebook.com/repon.sarkar.104

আমাদের সকলের প্রিয় আজম খান আজ আমাদের মাঝে নেই কিন্তু আছে তার রেখে যাওয়া অসংখ্য বাংলা গান। যে গানগুলো আমাদের পরিচয় করিয়ে দেয় বাংলা গানের আরেক দিগন্তের সাথে। তিনি ছিলেন, তিনি থাকবেন চিরকাল প্রজন্মের পর প্রজন্মের কণ্ঠ জুড়ে। আর ঠিক তেমনি আমরা দেখলাম কিছুদিন আগে স্বরব্যাঞ্জো ব্যান্ডের ভোকালিস্ট রিপন সরকার (বগা তালেব) ও অন্যান্য সদস্যরা তিলুটিয়া গ্রামের বাচ্চাদের সাথে কণ্ঠ মিলিয়ে গাইলেন গুরুর সেই বিখ্যাত গানটি – “আলাল ও দুলাল”। এমন একটি পদক্ষেপের জন্য স্বরব্যাঞ্জোকে আমাদের পক্ষ থেকে সালাম।

What do you think?

Leave a Reply

যে ৯ টি কারণে প্রমাণিত যে গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ

বাণিজ্য মেলার অফারগুলো যদি এমন হতো, তবে কেমন হতো তুমি বলতো?