পৃথিবীতে আসার সাথে সাথেই ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা তাদের হাত-পা কেটে হাতে ধরিয়ে দিতে পারে বলে প্রচন্ড ভয়ে নাকি পৃথিবীতে আসছে না এলিয়েনরা, এমন দাবি করেছেন খোদ নাসা কর্তৃপক্ষ। নাসার এক কর্মকর্তা তার ফেক ফেসবুক একাউন্ট থেকে ভিডিও কলে মাস্ক পরে আমাদের এই তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন- “ভাই, কই মিল গ্যায়ার নায়ক রোহিতের বাপের মত আমরাও একটা মেশিন বানিয়েছিলাম, যেটা দিয়ে রেগুলার এলিয়েনদের সাথে আমাদের কথা হতো। তারা মোটামুটি ২০২০ নাগাদ পৃথিবীতে আসার প্ল্যান করেছিল এবং তাদের পছন্দের ল্যান্ডিং স্পেস ছিলো আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু সম্প্রতি করোনাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের টেটা নিয়ে গ্ল্যাডিয়েটর ফাইট এবং অন্যান্য নানাবিধ কারনে জনাসমগম দেখে এলিয়েনরা আমাদের “ভাভাগো ভাভা ব্রাহ্মণবাড়িয়া ভেরি ডেঞ্জারাস” কোডওয়ার্ডে এমন একটি মেসেজ পাঠিয়েছে। এখন মনে হয় আর কোন আশা নেই তাদের আসার।” এই কথা বলেই এই ব্যক্তি কান্নায় ভেঙে পড়েন।
তবে নোয়াখালীর পর আলাদা দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার লোকজন এ বিষয়কে তেমন একটা পাত্তা দিচ্ছেন না। এই ব্যাপারে তাদের এক প্রতিনিধি মাত্রই গ্যাঞ্জাম সেরে এসে আমাদের বলেন- “আরে ধুর মিয়া কিয়ের এলিয়েন ফেলিয়েন, আমরাই তো এলিয়েন। বেশি ক্যাচাল করলে একদম কল্লা ফালায়া দিমু…” দুঃখিত, এই পর্যায়ে উনার কথা শেষ না হতেই আমাদের প্রতিনিধি প্রাণ ভয়ে ওখান থেকে পালিয়ে আসায়, আমরা উনার পুরো বক্তব্য তুলে ধরতে পারছি না।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।