সুন্দর বাংলা রোমান্টিক গানগুলো যে কেবল শুনতে বা দেখতে ভালো লাগে তাই নয়। এসব গানে থাকে বিভিন্ন রিয়েল লাইফ টিপস, যা আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে জেনে নিন নায়ক রিয়াজের সুপারহিট গান “”তুমি চাঁদের জোছনা নও”-এ আপনার জন্য কি কি ডেটিং টিপস লুকিয়ে আছে।
১. Looking At Each Other – ডেটের সাথে সাক্ষাৎ হওয়ার সময় আপনার চাহনি এমন হওয়া চাই যেন সে বুঝতে পারে তাকে দেখে আপনি খুব খুশি হয়েছেন এবং এতক্ষন অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলেন
via GIPHY
২. Giving Her Nice Complements – ডেট করতে গিয়ে অবশ্যই আপনার পার্টনারকে সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিতে হবে। উদারভাবে কমপ্লিমেন্ট দিলে তা অপরজন অনেকদিন মনে রাখে।
via GIPHY
৩. Take Good Photos – আশেপাশে ছবি তোলার মতো সুন্দর জায়গা থাকলে ডেটের ভালো ভালো ছবি তুলে দেওয়াও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে!
via GIPHY
৪. Pay Attention – আপনার পার্টনার কি বলছে, কোন টপিক নিয়ে কথা বলছে এসব ব্যাপারে ফুল এটেনশন দেওয়া চাই। আর প্লিজ, ডেটে গিয়ে ফোন চেক করা বা গুতানোর অভ্যাসটা বাদ দিন !
via GIPHY
৫. Have Fun Together – কোথাও বসে কথা বলতে বোরড লাগলে হাটতে পারেন, রিক্সায় ঘুরতে পারেন, বৃষ্টিতে ভিজতে পারেন কিংবা এই গানের মতো দৌড়াতেও পারেন। তাহলেই না একে অন্যের কম্পানি এনজয় করতে পারবেন !
via GIPHY
৬. Do Cute Little Things – কত বড় ক্যাফে বা রেস্টুরেন্টে গিয়ে কত দামি দামি খাবার খেয়েছেন এসবের চেয়ে বেশি মনে থাকবে ডেটের সাথে কেমন সময় কাটিয়েছেন তা। তাই সুন্দর সময়ের সুন্দর স্মৃতি রাখতে কিউট কথাবার্তা এবং কাজের বিকল্প নেই।
via GIPHY
৭. Make Her Laugh – যে সেন্স অব হিউমার এতদিন মিম শেয়ার করা ছাড়া আর তেমন কোনো কাজে আসেনি, তা ইউজ করে আপনার ডেটকে হাসানোর এবং দুজনে একসাথে হাসার সময়টাও কিন্তু এখনই !