– কেমন আছেন ভাই?
– ভালা আর থাকতে দিলেন কই দুনিয়াতে আসলাম মাত্র দুইদিন আর আমারে নিয়া সবাই ট্রল বানানো শুরু করসে। বলি কি ভাই আমি তো ভালা না তো ভালা নিয়াই থাকেন।
– আরে ভাই রাগেন কেনো? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী!
– শুভাকাঙ্ক্ষী না শুভাখা… সেটা দিয়া আমি কি করুম, কি বলতে আসছেন বলেন, পরিবেশটা সুন্দর আছে সুন্দর থাকুক, কোন হৈচৈ চাই না!
– আপনার মধ্যে কি কি ফিচার আছে যদি একটু বলতেন, বড় জানতে মনে চায়!
– ফ্রিতে তো এসব বলা যায় না! কিডনি বিক্রি করিয়া খরিদ করিতে হইবে যে বাছা!
– আরে আপনি সাধু ভাষায় কথা বলতেসেন কেনো আইফোন ভাই?
– এই মনে করেন খুশিতে ঠ্যালায় ঘোরতে!
– শুনলাম আপনি পানি আর ধুলা নিরোধক?
– হ্যাঁ, তা বটেই, এখন থেকে মানুষজন আমাকে দিয়ে পানির নিচে দম আটকে সেলফি নিতে পারবে, যুগের সাথে তাল মিলাইতে হয়রে ভাই! সব শালা কম্পিটিশন লাগায়!
– তা আপনি কি আমাদের নোকিয়া ভাইয়ের মত আছাড়-টাছাড় খাওয়ার পর জ্ঞান থাকে না জ্ঞান হারান?
– আমি কি আপনাকে গালি দিয়েছি (কিছুটা ক্ষিপ্ত হয়েই)। পরের প্রশ্ন করেন…
– তা ভাই আপনার তিন ক্যামেরা নিয়ে যদি কিছু বলতেন
– এই যে লাইনে আসছেন, এতক্ষণ ধরে আসছেন কাজের কথা না বলে খালি বকবক করে যাচ্ছেন। আমার তিন ক্যামেরা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে ওয়াইড-ফোয়াইড কত না কি! কিন্তু আসলে এই তিন ক্যামেরা ইলুমিনাতির ভাই ব্রাদার “ইলুমিনাতি সেলফি” তোলার জন্য বানানো হয়েছে।
– বুঝলাম না ঠিক
– বোঝো না দুদু খাও?
– সরি আইফোন ভাই!
– কিছুনা! আর কিছু জিজ্ঞেস করার আছে আপনার?
– টিম কুক ভাই কেমন আছেন?
– টিম কুক ভাই এখন তার নামের যথার্থতা প্রমানে ব্যস্ত। সারাদিন আপনাদের কেকাপ্পার মত রান্না-বান্না করেন। আর কিছু জিজ্ঞেস করার থাকলে পরে আরেকদিন আসেন, আজ একটু আমাকে উঠতে হবে আইফোন ১০ এক্স বড়ভাইয়ের সাথে মিটিং আছে।
এ পর্যায়ে ‘বাই ফ্র্যাংস‘ বলেই আইফোন ১১ ভাই চলে গেলেন!
*পুরোটাই কাল্পনিক একটি ব্যাপার, কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলে গেলে সে নিজে দায়ী