রাজধানীতে আজ সকালে একটি মোবাইল ফোন শো-রুম ভাংচুরের খবর পাওয়া গেছে। আমাদের অস্থানীয় সংবাদ দাতা জানান, স্থানীয় সময় সকাল ১১ টার দিকে এক যুবক ইট হাতে শো রুমের গেটে আসেন এবং জেসিয়া স্টাইলে শো রুম লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। সবাই ধারণা করেন প্রচন্ড গরমে উনি এসির বাতাস খেতে ভিতরে গিয়েছিলেন, কিন্তু উনাকে সেখান থেকে বের করে দিলে উনি মাথা ঠিক রাখতে না পেরে এমনটি করেছেন! কিন্তু পরে জানা যায় ঘটনা আসলে সেটা ছিল না। লোকজন উনাকে থামিয়ে কারণ জানতে চাইলে উনি বলেন- “আরে মিয়া! মাত্র তিন দিন আগে আমি ৩০,০০০ টাকা দিয়ে এখান থেকে মোবাইল ফোন কিনছি, কিন্তু আজকে সকালে মোবাইলে গেম অব থ্রোন্স এর নতুন এপিসোড দেখতে গিয়ে বুঝতে পারি আমাকে ঠকানো হইছে। ব্রাইটনেস ১০০% করেও আমি কিছুই দেখতে পেলাম না, সব কিছুই অন্ধকার! এইজন্যে আমি পুরা এপিসোডের কিছুই বুঝতে পারি নাই! আর এইটা বুঝতে পাইরা একজন আমারে স্পয়লার দিয়া দিছে!”
এদিকে চান্সে পেয়ে স্থানীয় একজন পুরো ঘটনাটি ভিডিও করে সোশাল মিডিয়ার ছেড়ে দিলে তা কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায়, আর বাকি ভুক্তভোগিরাও শো-রুমের সামনে জড়ো হয়ে মোবাইল কোম্পানির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং মানববন্ধন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এসে ‘হ্যান্ডস আপ’ বলে সেই যুবককে আইন নিজের হাতে না তুলে নেয়ার অনুরোধ করে।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।