সম্প্রতি বিখ্যাত হওয়া অপরাজিতা চা অনেক আগেই অ্যাভাটর মুভিতে ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন পরিচালক জেমন্স ক্যামেরুন। মূলত ক্যারেক্টারদের নীল বানাতে কয়েকদিন ধরে টানা অপরাজিতা চা খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে জেমস ক্যামেরুন ভাই অপরাজিতা চা খেতে খেতে আমাদের সাথে ভিডিও কলে বলেন- “আসলে ভাই এই চায়ের নাম যে অপরাজিতা চা আমি জানতাম না, আপনারা ভাবসেন সিজি টিজি কইরা আমি অ্যাভাটারে ক্যারেক্টারদের নীল করসি কিন্তু আসলে এই চা খাওয়ায়া ক্যারেক্টারদেরও নীল করসি সাথে খরচও বাঁচাইসি। আসলে একটু চালাক না হইলে এই দুনিয়াতে টেকা খুব খুবই কঠিন। তবে আমার টিএসসির অপরাজিতা চা খাওয়ার ইচ্ছা আসে আমি সামনের মাসেই আসবো”।
এদিকে জেমস ক্যামেরুনের এই স্টেটমেন্টের পর বাংলাদেশে অপরাজিতা চায়ের সিন্ডিকেট টিএসসির চা মামারা প্রতি কাপ চায়ের দাম ৫০০ টাকা করে ধার্য করেছেন। মানুষ লাইন ধরে অপরাজিতা চা খাচ্ছেন বলে জানিয়েছেন। মিরপুরের এক ভাই কান্না জড়িত কন্ঠে নান্না বিরিয়ানীর সামনে দাঁড়িয়ে বলেন- “আমার প্রেমিকা অপরাজিতা চা না খাওয়ালে আমার সাথে নাকি সম্পর্ক রাখবে না। কি মুসিবত বলেন তো? এই টাকায় ২/৩ প্লেট কাচ্চি হয়ে যায়! আমি এখন ওকে কিভাবে বুঝাবো? হেল্প মি ব্রো!”।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।