ছেলেদের ব্যাচেলর জীবন একদিকে যেমন আনন্দের, আরেকদিকে প্যারার। যেমন ডিম দিয়েই পুরো মাসের বেশিরভাগ সময় চালিয়ে দেওয়া কিংবা ছুটিতে মায়ের কাছে যাওয়ার অনুভূতিগুলো যেমন আনন্দের তেমনি এর বিপরীতে বাসা খুঁজে পাওয়া কিংবা বুয়া না আসার মত ব্যাপারগুলো একদমই প্যারাদায়ক। আজ তাই জেনে নিন ব্যাচেলর জীবনে অনেকগুলো জাতীয় বিষয় সম্পর্কে, মিলিয়ে নিন আপনারও কমন পড়ে নাকি
১. ব্যাচেলর ছেলেদের জাতীয় খাবার “ডিম”
via GIPHY
২. ব্যাচেলর ছেলেদের জাতীয় সমস্যা “বাজার করা”
via GIPHY
৩. ব্যাচেলর ছেলেদের জাতীয় দুঃখ “খালি পকেট”
via GIPHY
৪. ব্যাচেলর ছেলেদের জাতীয় গান “ও আমায় ভালোবাসেনি”
via GIPHY
৫. ব্যাচেলর ছেলেদের জাতীয় আতংক “বুয়া আসবে না”
via GIPHY
৬. ব্যাচেলর ছেলেদের জাতীয় সুখ “মায়ের হাতের খাবার”
via GIPHY
৭. ব্যাচেলর ছেলেদের জাতীয় সান্ত্বনা “সামনের ঈদে বাড়ি যাবো”
via GIPHY
৮. ব্যাচেলর ছেলেদের জাতীয় যন্ত্রণা “বাসা খুঁজে না পাওয়া”