in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

সবাইকে ‘বাবা’ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গরিবের এস্কোবার ‘বাবা বদি’

সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন গরীবের এস্কোবার বাবা বদি। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করে বলেন আজ আমি যা কিছু তার সবই বাবার অবদান। বাবা না থাকলে আমি কবে কোথায় মিশে যেতাম তার কোন ঠিক নেই। তাই আজ বাবা দিবসে বাবার জন্য রইলো আমার গভীর ভালোবাসা। আপনারা সবাই সবসময় বাবার সাথে থাকবেন। বাবার জয় হোক।

এ ব্যাপারে জানার জন্য আমাদের প্রতিবেদক গরীবের পাচো যে নিজেকে বাংলার কালি কার্টেলের হেড মনে করে সেই পঞ্চানন দাদা বদি সাহেবকে ফোন দিলে তিনি বলেন- “আমার কাছেই পাবেন আসল বাবা, আসল বাবা সাপ্লায়ার বলেই আজ আমি যদি থেকে বদি হতে পেরেছি”। পরে আমাদের প্রতিবেদক তাকে আজ বাবা দিবস মানে “Fathers day” বুঝিয়ে বলার পর তিনি প্রতিবেদক কে ডেকে তার বাসায় নিয়ে যান এবং তার ফেসবুক স্ট্যাটাসটি এডিট করে ঠিক করে দিতে বলেন। কিন্তু ততক্ষনে সারাবিশ্বের সকল বাবপ্রিয় মানুষের কাছে এই তথ্য প্রচার হয়ে গেলে স্ট্যাটাসটি এডিট করেও লাভ হয় নি। কিন্তু উনি এতো বড় ভুল কিভাবে করলেন তা নিয়ে তাকে নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক জিজ্ঞেস করলে তিনি বলেন- “একচ্যুয়ালি আই থট বাবা মিন্স বাবা, তাই বুঝতে পারিনাই আর কি! হে হে! এনিওয়ে আই ওয়ান্ট মাফ নাউ”।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

একেক স্বভাবের একেক রকম বাবা, আপনার বাবা কোন স্বভাবের?

মুখে বিষ অন্তরে মধু, সে-ই আমার বাবা শুধু