in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে

বাংলাদেশি ইন্টার্নদের ‘জীবন থেকে নেয়া’ ১২টি অতি বাস্তব অভিজ্ঞতা

ছাত্রজীবনে সবারই ইন্টার্নশিপ নিয়ে নানা ধরণের অভিজ্ঞতা থাকে। অনেকে মজা করে বলে, ইন্টার্নরা হলো একপ্রকার ফ্রি কামলা, যাদের উপর দিয়ে ওই অফিসের পরবর্তী ৩ মাসের ঝড়-ঝাপটা চালিয়ে দেয়া যাবে। ইন্টার্নশিপ নিয়ে যতই দুঃখ বেদনা থাকুক না কেন, সবার মনে এটা সত্য যে ইন্টার্নশিপের সেই প্যারাদায়ক দিনগুলোই সাহায্য করে সবার ক্যারিয়ার গড়তে। আসলে ইন্টার্ন হওয়া পুরো ব্যাপারটাই কেমন যেন হিজিবিজি হিজিবিজি, তাই দেখে নিন নিজের ইন্টার্নশিপের দিনগুলোর সাথে নিচের কয়টির মিল আছে

১. “কফি মেকার” এটা ইন্টার্নদের শুধু দায়িত্ব নয় বরং এক প্রকার কর্তব্য

via GIPHY

 

২. বলা নেই কওয়া নেই, হুটহাট পাহাড় সমান কাজ শেষ করতে দেয়া

via GIPHY

 

৩. অন্যদের ঝামেলা সূচক কাজগুলো ইন্টার্ন বলে নিজের উপর দিয়ে যাওয়া

via GIPHY

 

৪. প্রায়ই বসের হয়ে ক্লায়েন্টকে “বস বাইরে আছে/মিটিংয়ে আছে” টাইপ মিথ্যা বলে নিজের পাপের বোঝা ভারী করা

via GIPHY

 

৫. সবার আগে অফিসে আসা এবং সবার পরে অফিস থেকে বের হওয়া

via GIPHY

 

৬. অফিসের বাকিরা সবাই যখন ছুটিতে, তখন সব আর্জেন্ট কাজগুলো নিজের ঘাড়ে এসে পড়া

via GIPHY

 

৭. সব মিটিং এর আগে PPT/প্রেজেন্টেশন বানানো

via GIPHY

 

৮. আর যখন কোনো কাজ থাকে না, তখন উদ্বাস্তুদের মতো অসহায় হয়ে নিজের ডেস্কে বসে থাকা

via GIPHY

 

৯. প্রায়ই নিজের কাজের ক্রেডিট সিনিয়র কাউকে নিয়ে যেতে দেখা

via GIPHY

 

১০.আপনি যত চেষ্টাই করে থাকেন না কেন, সবার আপনার কাছ থেকে আরো বেশি এবং আরো বেশি আশা করা

via GIPHY

 

১১. অফিস পলিটিক্স এর মাঝে নির্বাক শ্রোতা হওয়া। কারণ ইন্টার্নরা কিছু বলে না, এরা শুধু দেখে

via GIPHY

 

১২. অফিসে অস্থায়ী হয়েও জান প্রাণ দিয়ে কাজ চালিয়ে যাওয়া

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

Life In Quarantine নিয়ে ৮টি রিলেটেবল পাই চার্ট

এই ১৪ টাইপের কাজিন সব বাংলাদেশি পরিবারগুলোতে পাওয়া যাবেই যাবে