আত্নীয়স্বজন থাকে মানুষের জীবনের সুখ-দুঃখের সময়গুলোকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। তবে আমাদের দেশেও আত্নীয়স্বজনরা এসবের ভাগীদার হন ঠিকই, কিন্তু এর বাইরেও বেশ কিছু নৈতিক (পড়ুন, আজাইরা) দায়িত্ব তারা পালন করে থাকেন, যেগুলো না করলে আসলে তাদের পেটের ভাত হজম হয় না। তখন মনে হয়, তাদের জন্মই হয়তো হয়েছে এসব করার জন্যেই! আপনারও যদি এমন কিছু মনে হয়ে থাকে, তাহলে আজকের তালিকাটি আপনার জন্য-
১. আপনার জীবনের অর্জনের সাথে তার প্রতিষ্ঠিত ছেলেমেয়ে বা অন্যদের সাথে তুলনা করার জন্য
via GIPHY
২. অন্য আত্নীয়দের শান্তি সুখের বারোটা বাজিয়ে দেওয়ার জন্য
via GIPHY
৩. সকল বিধিনিষেধ শুধু মেয়েদের জন্যই এটা মনে করিয়ে দেওয়ার জন্য
via GIPHY
৪. আপনার গায়ের রং বা কম আয়ের জন্য ভালো জায়গায় বিয়ে হবেনা সেটা মনে করিয়ে দেওয়ার জন্য
via GIPHY
৫. আনপেইড পারিবারিক একান্ত নিউজ ব্রডকাস্টিং চ্যানেলের দায়িত্ব পালনের জন্য
via GIPHY
৬. আপনার বাবা-মাকে বারবার আপনার বিয়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্য
via GIPHY
৭. সোস্যাল মিডিয়ায় আপনি তার মেসেজের রিপ্লাই কেনো দেননি এবং তার ছবিতে লাইক কেনো দেননি সেটা মনে করিয়ে দেওয়া জন্য
via GIPHY
৮. আপনার জামা-কাপড় বা চুল যে বখাটেদের মত সেটা মনে করিয়ে দেওয়ার জন্য
via GIPHY
৯. ফ্যামিলি গেদারিংয়ে ফ্রিতে এন্টারটেইনমেন্ট দেওয়া জন্য
via GIPHY
১০. নিজে প্রেম করে বিয়ে করলেও, প্রেম পিরিতির কুফল সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য