স্বাধীনতা দিবস মানে গর্বের ব্যাপার, এ দিবস পালন করা উচিত একদম মন থেকে ভালোবেসে। কিন্তু আমাদের অধিকাংশদের ক্ষেত্রে এই ব্যাপারটি পুরোপুরি উল্টো। কারণ আমাদের এখানে এটি অনেকেই পালন করে থাকে শুধুমাত্র লোক দেখানো দিবস হিসেবে। আজ জেনে নিন বাংলাদেশিরা আদতে স্বাধীনতা দিবস পালন করে কিভাবে!
১. বড় নেতার সাথে নিজের একটা ছবি দিয়ে পোস্টার বানিয়ে পুরো এলাকা ভরিয়ে
via GIPHY
২. সোশ্যাল মিডিয়ায় রাত ১২টায় অবশ্যই “Happy Birthday Bangladesh” টাইপ একটা পোস্ট দিয়ে
via GIPHY
৩. ঐদিন এলাকায় কাঙালি ভোজের নামে নিজেরাই অর্ধেকের বেশি খাবার খেয়ে
via GIPHY
৪. এলাকায় ফুল ভলিউমে হিন্দি গান বাজিয়ে
via GIPHY
৫. স্বাধীনতা দিবসের ছুটিকে আরেকটি ভ্যালেন্টাইন ডে বানিয়ে
via GIPHY
৬. দলবলসহ বাইক নিয়ে এলাকায় শো-ডাউন করে
via GIPHY
৭. সকালবেলা পতাকা মাথায় লাগিয়ে সন্ধ্যাবেলাতেই আবার সে পতাকা ফেলে দিয়ে