ডাইলে লবন না দেওয়াতে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন বরিশালের মনু ভাই নামে এক ব্যক্তি। এ ব্যাপারে মনু ভাইয়ের সাথে কথা বলতে গেলে তিনি বলেন- “ও হেইয়া, ডাইল অইতেয়াসে মোগো বরিশালের ঐতিহ্য বোজ্জেন, আরে মেয়া ডাইলে লবন ছাড়া পাক করা মানে ডাইলের অপমান বোজ্জেন। এমন বউ মোর লাগবে নাই যে ডাইলে লবন দেয়না। হেইফান্নে মুই অরে তালাক দেলাম”।
এ ব্যাপারে মনু ভাবির মতামত জানতে গেলে তিনিও বলেন- “ও হেইয়া, ডাইলে না হয় একদিন লবন দেই নাই হেইফান্নে মোরে ডিভোর্সই দিয়া দেওয়া লাগবে? মুই মনুরে কত ভালোবাসি আর হে খালি ডাইল ভালোবাসে, আমি কথা দিচ্ছি আর কোন দিন লবন ছাড়া ডাইল রানবো না মনু আমারে নিয়ে যাও” বলে চীৎকার দিয়েই মনু ভাবি অজ্ঞান হয়ে যান।
এদিকে বরিশাল ডাইল সমিতির সভাপতি ডালু উদ্দিন আমাদের বলেন- “এইয়া ঘোর অন্যায় বোজ্জেন! ডাইলে লবন না দেওয়ার নাহান অপরাধ কোনভাবেই মাইন্না নেওয়া যাবে না। মুই মোর বউরে প্রেত্যেক দিন রান্নার সময় বার বার মনে হরাইয়া দেই “এ ডাইলে লবন দেসো না দেবা”। অথছ মনু ভাইয়ের বউ এমন গুরুত্বপূর্ণ একটা কাম ভোল্লে কি করে। আমরা এই বিষয়কে ইস্যু বানিয়ে গরমে টিস্যুদ্দিয়া ঘাম মোছতে মোছতে ঈদের পরে কঠিন আন্দোলনে যাবো।”
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।