কেউ বেশি আর কেউ কম, কিন্তু চুলের পেছনে আমাদের সবারই সময় আর টাকা ব্যয় করা লাগে। কিন্তু আপনি যদি মাথার সব চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান, তাহলে ঠিক কি কি সুবিধা ভোগ করতে পারবেন, সেটা নিয়ে আজকের এই লিস্ট!
১. মাথায় কোন চুল থাকবে না তাই মাথাটা বেশ হালকা মনে হবে এবং ফুরফুরে লাগবে।
via GIPHY
২. মাথায় চুল না থাকলে চুল পড়া নিয়ে আর টেনশন করতে হবে না
via GIPHY
৩. শ্যাম্পু, তেল, কন্ডিশনারসহ চুলের জন্য অন্য কোনরকম সামগ্রী কেনার দরকার পড়বে না
via GIPHY
৪. হেয়ার কাট দিতে যাওয়ার বাড়তি ঝামেলা থাকবে না এবং সেলুন অথবা পার্লারে চুল কাটার জন্য আর টাকা খরচ করতে হবে না
via GIPHY
৫. চুলে কলপ দেয়া অথবা কালার করা নিয়েও আর কোনরকম চিন্তা থাকবে না
via GIPHY
৬. চুলের পরিচর্যা করার জন্য আর বাড়তি সময় ব্যয় করতে হবে না
via GIPHY
৭. আপনার লুকেও সেই লেভেলের একটা চেঞ্জ আসবে। এমনকি হতে পারে আপনাকে টাক মাথায় বেশ মানিয়েও যাবে!
via GIPHY
৮. চুল ঠিক করা লাগবে না তাই কোথাও যাওয়ার জন্য রেডি হতেও সময় কম লাগবে