in ,

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

কি আশ্চর্য! আমার এয়ারটেল নাম্বার আছে কিনা এইটা জেনে বাসের হেল্পারের লাভ কি?

অনেক দিন আগের কথা। একদিন গুলশান ২ থেকে বনানী যাচ্ছি ঢাকার চাকায় করে। কন্ডাক্টার সবাই কে জিজ্ঞেস করল, “এয়ারটেল নাম্বার আছে?” দেখলাম কেউ কোন কিছু বলছে না। আমিও কিছু বললাম না।

আরেকদিন যাচ্ছি, সেদিনও কন্ডাক্টর জিজ্ঞেস করল, “এয়ারটেল নাম্বার আছে?” কি আশ্চর্য! এবারও দেখলাম কেউ কিছু বলছে না। আমার এয়ারটেল নাম্বার আছে, বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারলাম না কারণ কেউ তো কিছু বলছে না। আমার মাথায় আসছে না, এয়ারটেল নাম্বার দিয়ে ওদের কী কাজ! যাদের এয়ারটেল নাম্বার আছে ওদের জন্য স্পেশাল কোন অফার আছে মেবি। ভাবলাম আবার জিজ্ঞেস করলে বলব যে, আমার এয়ারটেল নাম্বার আছে! ঠিক তখনি দেখলাম এক লোক বলল, “মামা, আমি নামব এয়ারটেল”! পরে বুঝতে পারলাম, বনানি তে এয়ারটেল অফিস, ওখানে কেও নামবে কিনা সেটার জন্য কন্ডাক্টার জিজ্ঞেস করছিল, “এয়ারটেল নামবার আছে?”

What do you think?

Written by Leo Corraya

Leave a Reply

কেমন হতো যদি মেয়েদের মতো ছেলেদেরকেও এই ১০টি কথা প্রতিনিয়ত শুনতে হতো?

এবারের ডাকসু নির্বাচন থেকেও কি পুনরায় এই ১৪টি প্রহসন ফেরত চান? নাকি নতুন কিছু?