in ,

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে

ছোট গল্প : কি কলিকাল আইলো! একসময় ট্যাক্সিরে বেবি ডাকা আমরা এখন জামাই বউরে, আর বউ জামাইরে বেবি ডাকি!

প্রাক্তনের পাশে বরকে দেখে বললাম, তোমার নাগরাজ??

প্রাক্তন চোখ মুখ লাল কইরা- মানে কি??

-না মানে তুমি কালনাগিনী হইলে হেয়তো নাগরাজই হইবো!!

বিয়ার ডেট জানতাম না!! জানলে উপহারে খাঁচায় ভইরা বেজি দিতাম!! আফসোস ডেট জানতাম না!! এই জন্যেই জ্ঞানীরা বলে, বাঁচতে হলে জানতে হবে!! প্রচুর জানতে হবে!!

যাক দোয়া করি, তোমাদের ঘর এনাকোন্ডায় ভইরা যাক!!

অনেকদিন পর হঠাৎ প্রাক্তন ফোন দিয়া বলল, আমাদের এখন সম্পর্ক নাইতো কি হইছে?? আমরা কি জাস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারি না?? আমার একটা উপকার করবা জাস্ট ফ্রেন্ড??

-জাস্ট ফ্রেন্ড এগুলা করা পাপ, কি উপকার লাগবে কও!!

-আমার বাবুটা না দুইদিন ধরে কিছু খাইতে চাচ্ছে না, কি করি বলতো??

-নাক চিপ দিয়া মুখে খাবার ভইরা দাও!! আম্মা এমনেই আমারে ছোডকালে খাওয়াইতো!! আর তাতেও না হইলে শেষ চিকিৎসা, কষায়া দুইট্টা চর দাও!! টুকটুক কইরা খাবে!! বাই দ্যা ওয়ে বাচ্চা হইলো কবে??

-আরে কি বল?? এখনই বাচ্চা নিবো নাকি!! আমার বেবির কথা বললাম!!
ওইতো বেবি হইছে কবে??

-আরে বেবি হবে কেন?? আমার বরের কথা বললাম!! বেচারার দুইদিন ধরে অফিসের ঝামেলা তাই মন খারাপ!! কিছুই মুখে দিতে চাচ্ছে না!!

ফোন রাইখা কিছুক্ষন ঝিম মাইরা বইসা ছিলাম!! আর ভাবতেছি, কি কলিকাল আইলো!! একসময় ট্যাক্সিরে বেবি ডাকা আমরা এখন জামাই বউরে, বউ জামাইরে বেবি ডাকি, হের মুখে খাওয়নের বদলে সিএনজি ষ্টেশনে নিয়া গিয়া গ্যাস ভরা না দরকার!! কি কলিকাল আইলো!!

What do you think?

Written by Fazlay Khoda Raihan

তোর বাপেরটা খায়া মোডা হইছি রে??

Leave a Reply

মুক্তি পেল ফিফটি শেড্স অফ গ্রে-এর ৪র্থ পর্ব “ফিফটি কায়দাস অফ কোলাকুলি”

তাহসানের কথায় গানকে বিদায় দিয়ে অভিনয় শুরু করতে যাচ্ছেন এ আর রহমান