in ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

ছোট গল্প : যে কারণে এত এত রানীর ভিড়ে আমার আর দুধ চা খাওয়া হলো না

-মামা চা দাও!!

-লন!!

-এইডা কি দিলা মামা?? তুমি জানো না আমি দুধ ছাড়া চা খাই না!! টাকা দিয়া চা খাবো দুধ ছাড়া চা খাবো কেন??

-আইজ দুধ নাই!!

-দুধ নাই কেন??

-রানী অসুস্থ!!

-রানী কে?? আর রানীর সাথে দুধের কি সম্পর্ক??

-রানী আমার গাই!! তার সাথেই দুধের সম্পর্ক!!

-কি হইছে তোমার রানীর??

-পেডে গ্যাস হইছে!!

-তো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইলেই তো হয়!! ওমিওপ্রাজল বেষ্ট!! নাক চিপ দিয়া মুখে ভইরা দিবা!! অনেকে আবার ওষুধ খাইতে চায় না!!

-আমার রানী অসুস্থ আর আফনে তারে নিয়া শয়তানি করেন??

-নাহ শয়তানী করবো কেন?? তো রানী অসুস্থ তুমি রাজার তনে দুধ আনতা!!

-আফনাগো গ্রামে কি বেটা গরু দুধ দেয় নাকি??

-আরে তোমারে রাজা মামার ডাইরি ফার্মের কথা বললাম!!

-এইডা আফনে কি কইলেন মামা?? আমার রানী দুই দিন হয় নাই অসুস্থ হইছে আর আমি এহনই যামু আরেক যায়গার তনে দুধ আনতে?? এই কথা শুনলে না আমার রানীর পেডের গ্যাস হার্টে গিয়া ঠেকে!! আর মাইনষে দুধে পানি দেয় আফনের রাজা মামা দুধেরে পানি দিয়া গোসল করায়!! আর আমি যামু তারতে দুধ আনতে?? আমার রানী….

-বাদ দাও মামা আমি বাসায় গিয়া চা খায়া নিবোনে!! তুমি রানীর পেট চাইপা চাইপা গ্যাস বাইর করো!!

-মামা এইডা….

-আম্মা চা দেন!!

-রং চা কিন্তু, দুধ নাই!!

-দুধ নাই কেন??

-রানী অসুস্থ!!

-এই রানী আমার ঘরেও দুধ দেয়??

-আরে দুধ দিয়া যায় যে মেয়েটা তার নাম রানী!!

-বুঝছি!! চা বাদ দেন আম্মা!! ইতিহাস সাক্ষি এই রাজা রানী গুলা খালি সমাজ বই জুইরা আকাম কইরা বেড়াইছে!! আমি অফিসে যাওয়ার সময় চা খায়া নিবোনে!!

-মামা দুধ চা আছে?? নাকি আপনার রানীও অসুস্থ??

-ইয়া মাবুদ আফনে আমার রানীরে চেনেন মামা!! দুই দিন হইলো সে বাচ্চা দিছে!!

-হায়রে দুনিয়া!! এক রানীর পেডে গ্যাস, আরেক রানী দেয় বাছুর!!

-বাছুর নাতো মামা!! বিলাই!! বিলাইয়ের ছাও!! আমার বিলাইয়ের নাম রানী!! মাশা আল্লাহ চাইরটা ছাও দিছে আমার রানী!! দোকানের সব দুধ এখন তার আর তার সন্তানের জন্য বরাদ্দ!!

-হুমায়ুন, শাহ জাহান, আকবর, আওয়ারঙ্গজেব!!

-এরা কারা মামা??

-তোমার রানীর ছাও হইছে তাগো নাম রাখবা না?? শত হইলেও রানীর ছাও তারা!!

What do you think?

Written by Fazlay Khoda Raihan

তোর বাপেরটা খায়া মোডা হইছি রে??

Leave a Reply

Raba Khan যদি এই ১০টি বিখ্যাত বই লিখতো তবে বইয়ের নামগুলো কেমন হতো!

রাবা খানের বইয়ের অনুপ্রেরণায় ইউটিউবার হয়ে গেলেন বাবার বাবা আব্দুর রহমান বদি