in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

৯টি ছোট্ট পয়েন্টে হেডফোনের সাথে আমার অম্ল মধুর সম্পর্ক

ছোটবেলায় রচনা লিখতে গিয়ে প্রায়ই “মানব জীবনে বিজ্ঞানের অবদান” রচনাটি লিখতাম। বড় হবার পর মনে হচ্ছে বিজ্ঞানের অন্যতম শেষ্ঠ অবদান হলো হেডফোন। হেডফোন ছাড়া একটি দিন পার করা আমার মতে অসম্ভব। আর আপনি যদি আমার মতো কেউ হয়ে থাকেন যে কিনা পুরো ২৪ ঘন্টাই কানে হেডফোন দিয়ে বসে থাকে, তবে এই ঘটনাগুলো দেখে মনে হবে এগুলো আপনার জীবন থেকেই নেয়া।

 

১. ভুল করে বাসায় হেডফোন রেখে বের হয়ে যাওয়ার পর আমার মনের অবস্থা যেমন হয়

via GIPHY

 

২. হেডফোনে গান শুনতে শুনতে নিজের জীবনটাকেই মিউজিক ভিডিও হিসেবে ভাবতে শুরু করি

via GIPHY

 

৩. আমি যতই যত্নে রাখি না কেন, অবুঝের মতো সে নিজের মধ্যে নিজেই প্যাঁচ লাগিয়ে বসে

via GIPHY

 

৪. ভলিউম ফুল দেয়ার পরও মনে হয় ভলিউম আরো কেন বাড়ানো যায় না

via GIPHY

 

৫. যখন কেউ আমার হেডফোন ধার নিতে চায় তখন আমার রিঅ্যাকশন

via GIPHY

 

৬. আমার মতে বেস্ট কম্বো হলো (উইন্ডো সিট + হেডফোন+ পছন্দের প্লেলিস্ট)

via GIPHY

 

৭. আমার অন্যতম প্রিয় কাজ? হেডফোনে স্যাড সং শুনতে শুনতে overthink করা

via GIPHY

 

৮. প্রায়ই আমি হেডফোন উনপ্লাগ না করে উঠতে গিয়ে ফোন/ল্যাপটপ সহ টেবিলের সব কিছু ফেলে দেই

via GIPHY

 

৯. আর হেডফোন প্লাগ-ইন না করেই আমি সবার সামনে গান প্লে করে দেই

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

যে ১০টি এলোমেলো ব্যাপার নিয়ে আমরা সবাই কখনো না কখনো চিন্তা করি

বাণিজ্য মেলা নিয়ে ১০টি গরম গরম মিম