in ,

মাইরালামাইরালা

কুইন ব্যান্ড ভক্তদের বলছি, বাংলাদেশের মাশা ও তার বন্ধুদের কণ্ঠে শুনে নিন বিখ্যাত “Bohemian Rhapsody” গানটি!

https://en.wikipedia.org/wiki/Queen_(band)

ইংরেজি গান পছন্দ করে কিন্তু ব্রিটিশ ব্যান্ড কুইনের বোহেমিয়ান র‌্যাপসোডি গানটি শোনেনি এরকম কাউকে খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। কুইন ব্যান্ডের এই বিশেষ গানটির পেছনে রয়েছে অনেক গল্প, এ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। কুইন ব্যান্ডের মূল সদস্য ফ্রেডি মার্কারির জীবনীর উপর নির্মিত সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্রের নামও ‘বোহেমিয়ান র‌্যাপসোডি“-ই রাখা হয়েছে তা থেকে কিছুটা ধারণা পাওয়া যায় গানটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই একটি গানে ফ্রেডি যোগ করেছিলেন একটু ভিন্ন মাত্রা, আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে একটি গানের ভিতরেই অনেক ধরণের গানের ধারা ব্যবহৃত হয়েছে যা তৎকালীন সময়ে একদমই নতুন ব্যাপার ছিল। আর তাই গানটির জনপ্রিয়তা খুব দ্রুত মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিল এবং এখনও সারা বিশ্বের গানপ্রিয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গান। সম্প্রতি বাংলাদেশের মাশা ইসলাম ও তার দুই বন্ধু আয়মান সাহাবাদ এবং জাফরান ইসলাম মন গানটি কভার করেছেন একদম নিজেদের ভঙ্গিতে। যা গানটিতে যোগ করেছে আরও একটি নতুন আঙ্গিক। তাই তাদের কভার করা গানটি আপনাদের সাথে শেয়ার না করে আর পারা গেলো না!

What do you think?

Leave a Reply

কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে ১১টি গল্প, যা কবি কোথাও লিখে যান নি!

যে ৯ টি কারণে প্রমাণিত যে গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ