in

ভাল্লাগসেভাল্লাগসে

একটু ইমোশনাল হলেই ছেলেদের যেসব কথাবার্তা শুনতে হয়

ইমোশনাল মানেই আমাদের দেশে মেয়ে, আর ছেলে মানেই তাকে শক্ত হতে হবে। যেকোন পরিস্থিতিকে কান্না এলেও মন খারাপ হলেও তাকে শক্ত থাকতে হবে, নাহলে আশপাশের মানুষ বলবে এমন মেয়েদের মত করিস না, কিন্তু ছেলেদেরও কান্না আসে, তাদেরও মন ভাঙ্গে, তারাও ইমোশনাল হয় আর এটা কোন অপরাধ না। যেসব ছেলেরা একটু ইমোশনাল তারাই বুঝবেন এদেশে নিজেকে লুকিয়ে সমাজের সাথে কি এক অসম যুদ্ধে তাদের রোজ নামতে হয়, আর কি কি শুনতে হয় তাদের।

১. এমন মেয়েদের মত করিস না

via GIPHY

 

২. Be a man

via GIPHY

 

৩. ছেলেরা এমন করেনা

via GIPHY

 

৪. তুই এমন ভীতু কেন?

via GIPHY

 

৫. এইসব নাটক বন্ধ কর

via GIPHY

 

৬. থাক ওরে ঝাড়ি দিস না কাইন্দা দিবো

via GIPHY

 

৭. তুমি অন্য ছেলেদের মত হতে পারোনা

via GIPHY

 

৮. আমার ছেলেটা একটু নরম সরম

via GIPHY

 

৯. ছেলে মানুষ হয়ে কেউ এমন করে

via GIPHY

 

১০. মনটা আরেকটু শক্ত কর

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন বাংলাদেশের কোন শহরটি আপনি

যেসব কারণে নিয়মিত গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করা উচিত