বিপিএল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রিমিয়ার লিগ হলেও ক্রিকেট খেলার পাশাপাশি এই লিগে আপনি এক্সট্রা কিছু বিনোদন দেখতে পাবেন। কিন্তু কিভাবে? সে উত্তর জানতে আপনাকে টিভির পর্দার সামনে রিমোট নিয়ে যুদ্ধ করতে হবেনা কারণ আমরা আপনার জন্য এক্সট্রা বিনোদনগুলো সব একসাথেই নিয়ে এসেছি, তাই আপাতত স্ক্রল করেই দেখে নিন।
১. দেশী ভাইজানদের নেতৃত্বে বিদেশী প্লেয়ারদের খেলতে দেখা যাবে।
via GIPHY
২. হঠাৎ করেই চিরচেনা বন্ধুকে আবিষ্কার করবেন তিনি তার নিজের এলাকার হয়ে আপনার প্রতিপক্ষ হয়ে গিয়েছে
via GIPHY
৩. জিটিভির ক্যামেরাম্যানদের অদ্ভুত সব কেরামতি দেখা যাবে।
via GIPHY
৪. মাশরাফি ভাইয়ের বসগিরি দেখা যাবে। আগে ব্যাটিং, আগে বোলিং।
via GIPHY
৫. টিভি স্ক্রিনে জাদু দেখা যাবে, কখনো মগ, কখনো পাইপ, বালতি মাটি ফুঁড়ে বের হয়ে আসবে।
via GIPHY
৬. কিছু মানুষের পল্টিবাজি দেখা যাবে। জন্ম কুমিল্লায় কিন্তু মাশরাফির জন্য রংপুর সাপোর্ট করবে।
via GIPHY
৭. কপাল ভাল থাকলে আমাদের কুমিল্লার প্রীতি জিনতার সাথে দেখা হয়েও যেতে পারে।
via GIPHY
৮. বিলুপ্তপ্রায় কিছু খেলোয়াড়দের দেখা মিলবে। হঠাৎ দেখে বলবেন, ও আচ্ছা এই প্লেয়ারটা!
via GIPHY
৯. ড্রোন দ্বারা অর্থাৎ পাখির চোখে স্টেডিয়াম দেখতে কেমন তা জানতে পারবেন।
via GIPHY
১০. খেলার আগে, মাঝখানে ও পরে, একজন অল্পবিদ্যা ভয়ঙ্করী ক্রিকেট বিশারদ উপস্থাপিকাকে দেখতে পারবেন।