করোনার ঝুঁকি এড়াতে সারাদেশ জুড়েই চলছে অনলাইন ক্লাস। আর অনলাইন ক্লাসের কারণে ছাত্র-ছাত্রীদের ফ্রি টাইমগুলো পরিণত হয়েছে বোরিং টাইমে। তার মধ্যে এ ধরণের ক্লাসের কারণে স্টুডেন্টরা বঞ্চিত হচ্ছে সব ধরনের মজা থেকে। সব মিলিয়ে বলতে গেলে ছাত্রজীবনটা একদম হাইজ্যাক করে নিয়েছে এই অনলাইন ক্লাস। এছাড়াও রয়েছে আরও নানান কারণ। চলুন তাহলে জেনে নেয়া যাক সেইসব কারণগুলো কি কি!
১. টিচাররা সরাসরি বাবা মায়ের কাছে বিচার দিয়ে দিতে পারেন
via GIPHY
২. ইন্টারনেটও আমার, জায়গাও আমার, আবার সেমিস্টার ফি ও আমার। বাহ! ইউনিভার্সিটি বাহ!
via GIPHY
৩. বাসায় থেকেও সকাল সকাল ক্লাসের জন্য উঠতে হয়
via GIPHY
৪. ক্লাস চলাকালীন সময়ে হুট করে বাবা-মা বাসার নিকনেমে সবার সামনে ডেকে উঠে
via GIPHY
৫. অনলাইন ক্লাসে টিচার এখন আর বলে না যার ভালো লাগছে না, ক্লাস থেকে বের হয়ে যাও
via GIPHY
৬. ইন্টারনেটের বেইমানিতে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ লেকচার মিস হলেই, একখান বাঁশ
via GIPHY
৭. ক্লাসমেটরা ঘুম থেকে ওঠা চেহারার স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আপলোড করে দেয়
via GIPHY
৮. যাদের ওয়াইফাই নেই তাদের সারাদিনের এমবি এক অনলাইন ক্লাসেই সাবাড়
via GIPHY
৯. এক্সট্রা ক্লাসের অজুহাত দিয়ে এখন আর অন্য কোথাও যেতে পারি না
via GIPHY
১০. স্যারের নিকনেম নিয়ে ডাকাডাকি থেকে শুরু করে ক্লাস চলাকালীন সময়েই বিচিং করার সেই থ্রিল আর পাওয়া যায় না