এতদিন যারা কাঁঠালকে শুধুমাত্র “বিচি” সম্বলিত জাতীয় ফল হিসেবে জানতেন (কারও কারও কাছে সুস্বাদুও বটে), তাদেরকে বলছি! আপনার মাথায় কাঁঠাল না ভাঙ্গলেও বংলাদেশে বানানো এনিমেটেড মুভির মান সম্পর্কে আপনার ভুল ধারণা ভাঙ্গাতে Mighty Punch Studios নিয়ে এলো অসাধারণ এক চরিত্র “ক্যাপ্টেন কাঁঠাল”। যিনি কিনা আমাদের জাতীয় ফল কাঁঠালকে নিয়ে গেলেন এক নতুন মাত্রায়। কিন্তু কিভাবে? তা জানতে হলে আপনাকে দেখতে হবে “বাপের রাস্তা – The Wrong Road” নামক অসাধারণ স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড মুভিটি। শুধুমাত্র তা-ই না! পুরো গল্পটি জুড়ে রয়েছে ১০০% বাংলাদেশি একটা ব্যাপার। দৃশ্যের চারপাশ থেকে শুরু করে এর প্রতিটি চরিত্র, নামকরণ এমনকি ডায়ালগ আর মিউজিকে পাবেন দেশি আর্টিস্টদের অদ্ভুত কারুকার্য।