in

ভাল্লাগসেভাল্লাগসে

যে ৮টি ব্যাপার যারা চিজ খেতে অসম্ভব ভালোবাসে, তারাই বুঝবে

যেসব মানুষের কাছে চিজ অর্থাৎ পনির একটি স্বর্গীয় বস্তুর মতো, চিজ খেতে যারা একটু বেশিই ভালোবাসে আর কখনোই চিজ খেতে খেতে টায়ার্ড হয় না, সেসব চিজ লাভারদের নিয়েই আজকের এই লিস্ট।

১. বার্গার খাওয়া মানেই সাথে এক্সট্রা চিজ নেয়া

via GIPHY

 

২. ‘too much cheese’ বলে কিছু নেই! যে খাবারে চিজ এর পরিমাণ যত বেশি, সেই খাবার তত মজা!

via GIPHY

 

৩. এমনকি সুযোগ পেলে শুধু খালি খালি চিজ খাওয়া!

via GIPHY

 

৪. নিজের বাসায় অমলেট, নুডলস যাই বানানো হোক, সেটায় চিজ অ্যাড করে দেয়া

via GIPHY

 

৫. পিৎজা, পাস্তা জাতীয় খাবারে চিজ কম থাকলে একেবারে মুডটাই নস্ট হয়ে যাওয়া

via GIPHY

 

৬. রেস্টুরেন্টে কোন খাবারে চিজ থাকলে সেটাই অর্ডার করা আর চিজ যেন বেশি করে দেয় সেটাও বলে দেয়া।

via GIPHY

 

৭. বেশি চিজ খেলে মোটা হয়ে যাবা- এই ধরনের কথায় পাত্তাই না দেয়া

via GIPHY

 

৮. চিজে ভরপুর যেকোন খাবার খাওয়া মানেই সাথে সাথে মুড ভালো হয়ে যাওয়া!

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

পছন্দের মুভি দেখার সময় আশেপাশের লোকজনের যে ৭টি কাজ একদমই সহ্য হয় না

বইমেলাতে যে ৮ ধরণের চরিত্রের দেখা প্রতিবছর আপনি পাবেনই