যেসব মানুষের কাছে চিজ অর্থাৎ পনির একটি স্বর্গীয় বস্তুর মতো, চিজ খেতে যারা একটু বেশিই ভালোবাসে আর কখনোই চিজ খেতে খেতে টায়ার্ড হয় না, সেসব চিজ লাভারদের নিয়েই আজকের এই লিস্ট।
১. বার্গার খাওয়া মানেই সাথে এক্সট্রা চিজ নেয়া
via GIPHY
২. ‘too much cheese’ বলে কিছু নেই! যে খাবারে চিজ এর পরিমাণ যত বেশি, সেই খাবার তত মজা!
via GIPHY
৩. এমনকি সুযোগ পেলে শুধু খালি খালি চিজ খাওয়া!
via GIPHY
৪. নিজের বাসায় অমলেট, নুডলস যাই বানানো হোক, সেটায় চিজ অ্যাড করে দেয়া
via GIPHY
৫. পিৎজা, পাস্তা জাতীয় খাবারে চিজ কম থাকলে একেবারে মুডটাই নস্ট হয়ে যাওয়া
via GIPHY
৬. রেস্টুরেন্টে কোন খাবারে চিজ থাকলে সেটাই অর্ডার করা আর চিজ যেন বেশি করে দেয় সেটাও বলে দেয়া।
via GIPHY
৭. বেশি চিজ খেলে মোটা হয়ে যাবা- এই ধরনের কথায় পাত্তাই না দেয়া
via GIPHY
৮. চিজে ভরপুর যেকোন খাবার খাওয়া মানেই সাথে সাথে মুড ভালো হয়ে যাওয়া!