হরর মুভির প্রতি ছোটবেলা থেকেই আমাদের সবার একটা আগ্রহ কাজ করতো। ভয় পাই, কিন্তু অদ্ভুত কোন একটা কারণে ভূতের মুভি দেখা চাই-ই চাই। আর তাই মুভি দেখার সময় ভয় না পাওয়ার জন্য এবং ভয় পেলেও যেন কেউ বুঝতে না পারে, সেজন্য আমরা যা যা করতাম, আজকের তালিকা সেসব নিয়েই!
১. স্ক্রিনে ভূতুড়ে কিছু আসলেই, চোখের সামনে হাত নিয়ে আঙুলের ফাঁকা দিয়ে দেখতাম
via GIPHY
২. ভূত দেখাতে পারে, এমন দৃশ্য আন্দাজ হলেই সাউন্ড কমিয়ে দিতাম!
via GIPHY
৩. পাশে বড় কেউ থাকলে, ভয় কমানোর জন্য তার হাত ধরে থাকতাম
via GIPHY
৪. প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রচন্ড চাপ নিয়েও, মুভি শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতাম
via GIPHY
৫. আশপাশের কারো সাথে অহেতুক কথা বলে, নিজেকে ব্যস্ত রেখে ভীতি কাটানোর চেষ্টা করতাম
via GIPHY
৬. “ভয় পাচ্ছিস?”-এই প্রশ্নের জবাবে সবসময় ফিক্সড একটা উত্তর দিতাম- “আরে নাহ, একটুও ভয় পাচ্ছি না”
via GIPHY
৭. মুভি দেখার পর, পরবর্তী কিছুদিন নিজের পরিবার কিংবা বন্ধুবান্ধবকেও মনে মনে ভূত ভেবে সন্দেহ করতাম
via GIPHY
৮. প্রতিবার মুভি শেষে ভাবতাম, এটাই শেষ। মরে গেলেও আর কখনো আমি হরর মুভি দেখবো না। কিন্তু কয়েকদিন পর ঠিকই আবার দেখতাম!