in

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এলেই ছোটবেলার যে স্মৃতিগুলো মনে পড়ে যায়

দেশের যেখানেই আমরা বেড়ে উঠি না কেন, একুশে ফেব্রুয়ারি নিয়ে আমাদের সবারই কোনো না কোনো স্মৃতি আছেই। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে ব্যস্ততা থাকুক কিংবা অবসর, ছোটবেলার সেই স্মৃতিগুলোই যেন মনের মাঝে এসে ভীড় করে।

১. ভোর বেলায় উঠেই প্রভাতফেরিতে যাওয়ার জন্য রেডি হওয়া

via GIPHY

 

২. শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বন্ধুদের নিয়ে সুন্দর সুন্দর ফুল সংগ্রহ করা

via GIPHY

 

৩. পুষ্পস্তবক বানানোর সময় বড়দেরকে যতটুকু সম্ভব সাহায্য করা

via GIPHY

 

৪. এলাকায় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাওয়া

via GIPHY

 

৫. শহীদ দিবস উপলক্ষে স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া

via GIPHY

 

৬. আব্বু-আম্মুর সাথে একুশে বইমেলায় যাওয়া এবং পছন্দের লেখকের দেখা পাওয়া

via GIPHY

 

৭. টিভিতে, মাইকে কিংবা যেকোনো জায়গাতে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সাথে গলা মিলিয়ে গান গাওয়া

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনি আর আপনার পার্টনার কোন খাবারের কম্বিনেশনের মত made for each other

যে ৭টি কারণে কতিপয় পার্টি এবং হ্যাংআউটে আপনার ডাক পড়ে না