in , ,

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

এবার ভরদুপুরে মোহাম্মদপুর থেকে ছিনতাই হলো ঠান্ডা পানির বোতল

রাজধানীর ঠ্যাকনগরী বলে খ্যাত মোহাম্মদপুরে এবার তেব্র গরমে ভরদুপুরে ঠাণ্ডা পানির বোতল ছিনতাইয়ের শিকার হয়েছেন মিরপুরের লাড্ডু মিয়া নামে এক বাসিন্দা। এ ব্যাপারে লাড্ডু মিয়ার কাছে জানতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে আমাদের বলেন- “দুনিয়া থেকে মানবতা উঠে গেসে, এই গরমে কেউ এমন কাজ করে, লাগলে আমার মোবাইল নিয়ে যেত, চেয়ে পানি খেত। আজকে জাস্টফ্রেন্ডের বাসায় খেলাধুলা থুক্কু খাওয়া দাওয়ার দাওয়াত ছিলো। বাসায় ঠান্ডা পানি না থাকায় খাওয়া দাওয়া শেষে ঠান্ডা পানি কিনতে গিয়েছিলাম এর মধ্যে আমার এই সর্বনাশটা করে দিলো, এখন আমি আমার জাস্টফ্রেন্ডকে কিভাবে আমার মুখ দেখাবো?” এই বলেই লাড্ডু মিয়া আবার কেঁদে দেন।

কিন্তু এ ব্যাপারে আমাদের অবৈতনিক প্রতিবেদক লাড্ডু মিয়ার জাস্ট ফ্রেন্ডকে ফোন করলে তিনি কিছু বলতে রাজি হননি। তবে এক প্রত্যক্ষদর্শী জানান- “ভাইরেভাই!! যা দেখলাম! আরে মিয়া পুরা তামিল সিনেমার স্টাইলে ছিনতাই হইছে, আমি তাড়াতাড়ি ভিডিও করার লাইগা বাসায় গেলাম মোবাইল আনতে, আইয়া দেহি কাম শেষ! একটুর লাইগা মিস হইয়া গেল!”

তবে এই গরমে এমন অমানবিক ঘটনা কারা ঘটালো তা জানার জন্য- “তেরে মেরে ডান্ডা, গরমে খাইবো ঠান্ডা কমিটির” পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রথমে জানানো হলেও পরে জানা যায় যে তারা নিজেরাই এক বোতল ঠান্ডা পানি নিয়ে মারামারিতে ব্যস্ত থাকায় এখনো তদন্ত কাজ শুরু করতে পারেননি।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Game of Thrones – এ লুকিয়ে থাকা এই ১৬টি বিপরীতার্থক শব্দ আগে কখনো খেয়াল করেছেন?

বিখ্যাত ইংরেজি গানের নামগুলো কি কখনো বাংলায় ভেবে দেখেছেন?