in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

যে ৭টি কারণে তুলা রাশির মানুষেরা পার্টনার হিসেবে ভালো হয়

দেখতে দেখতে আবারও চলে এসেছে তুলা রাশির সিজন। তুলা রাশির মানুষরা নাকি স্বভাবতই ভীষণ রোমান্টিক হয়ে থাকে। তবে এই রাশির মানুষরা আসলেই পার্টনার হিসেবে কেমন, আজকের লিস্ট থেকেই বুঝতে পারবেন।

১. কাছের মানুষদের প্রতি এরা সাধারণত খুব বেশি কেয়ারিং হয়ে থাকে, তাই নিজের পার্টনারকে সবসময় ভালো রাখার চেষ্টা করে

via GIPHY

 

২. তুলা রাশির মানুষেরা সাধারণত পার্টনার হিসেবে একদম হোপলেস রোমান্টিক আর লয়্যাল হয়ে থাকে

via GIPHY

 

৩. সবার সাথে সহজেই মানিয়ে চলতে জানে দেখে, রিলেশনশিপের ক্ষেত্রেও সেটি বেশ হেল্প করে

via GIPHY

 

৪. এরা নিজের পার্টনারকে সবসময় হাসিখুশি দেখতে চায় আর তাদের প্রতি বেশ সাপোর্টিভ হয়

via GIPHY

 

৫. এরা সাধারণত শান্তিপ্রিয় হয়ে থাকে, তাই রিলেশনশিপেও যতটা সম্ভব ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করে

via GIPHY

 

৬. এরা খুব রুচিশীল হয়ে থাকে বলে নিজের রিলেশনশিপের ব্যাপারেও খুব মনোযোগী হয়

via GIPHY

 

৭. নিজে পার্টনারের যে কোন ব্যাপারে এরা সাধারণত ভীষণ সহানুভূতিশীল আর হেল্পফুল হয়

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

স্কুলের বাইরে টিচারদের সাথে দেখা হলে যে ৬টি প্যারাময় প্রশ্নের মুখোমুখি হতে হতো

যে ৯টি কারণে অন্যসব রেগুলার চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং বেটার