in

মাইরালামাইরালা

ট্রাম্প হেরে যাওয়ায় হতাশায় ভুগছেন নিখিল বাংলা Meme সমিতির সদস্যরা

প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়াতে হতাশায় ভুগছেন নিখিল বাংলা Meme সমিতির সদস্যরা। জানা যায়, এখন থেকে ট্রাম্পকে নিয়ে আর Meme বানাতে পারবেন না দেখে অনেকে নাওয়া-খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারে জানার জন্য সমিতির সভাপতি মিমোউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে গেলে তিনি বলেন- “এইডা কিসু অইলো, টেরাম ভাইয়ের দুই নয়ন Meme সমিতির উন্নয়ন, টেরাম ভাই ক্ষমতায় ছিল দেখে আমরা Meme সমিতির লোকজন একটু খেটে খেতে পারছিলাম, আজ থেকে আমাদের কি হবে। বাইডেন মামুরে নিয়ে তো এমন মশকরা করতে পারবো না, আমাদের কি হবে রাসেল ভাই।” বলেই মিমোউদ্দিন কেঁদে দেন।

এদিকে ট্রাম্প হেরে যাওয়ার পর “টেরাম ভাইকে ফেরত চাই” এই শিরোনামে প্রেসক্লাবে মানববন্ধন করেছে Meme সমিতির একাংশ। প্রয়োজনে তারা আরও কঠোর আন্দোলনে নামবে বলেও গোপন সংবাদের ভিত্তিতে জানা গেসে!

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি একটু বেশিই শান্তিপ্রিয়

চকলেট পাগল মানুষেরা যে ৮টি ব্যাপার রিলেট করতে পারবে