in , ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যানজটে বিশ্বে ঢাকা প্রথম স্থান অর্জন করাতে মিরপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

যানজটের দিক দিয়ে এখন বাংলাদেশের রাজধানী ঢাকার স্থান বিশ্বে প্রথম। এই তথ্য প্রকাশ করেছে বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও। এমন খবর প্রকাশের পরই গতকাল মিরপুরে নেমে আসে উল্লসিত মানুষের ঢল। এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয় এবং একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এমনকি সন্ধ্যার পর কোথাও কোথাও দেখা যায় আতশবাজি দিয়ে উদযাপন করা হয়েছে এই বিশেষ অর্জনটিকে। এই ব্যাপারে একজন মিরপুরবাসীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন- “দেখেন ভাই, ঢাকার এমন একটা অর্জনে সবচেয়ে বেশি অবদান আমাদেরই। আমরা যদি অংশগ্রহণ না করতাম তাহলে এত বড় সম্মান কখনোই অর্জন করা সম্ভব হইতো না. তাই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যেই আমাদের এই আয়োজন।”

যানজটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে মিরপুর এলাকা। তাই মিরপুরবাসী ঢাকার এই বিজয়ে একটু বেশিই উল্লসিত! আনন্দ মিছিল করতে আসা কিছু ব্যক্তির মতে, যানজটে ঢাকা প্রথম হওয়ায় মিরপুরের বাসিন্দা হিসেবে তারা বেশ গর্ব বোধ করছেন। তাদের এতদিনের কষ্ট আজকে সার্থক হয়েছে বলেও ভাবছেন কেউ কেউ। এবং একই সাথে তারা আশা প্রকাশ করছেন আগামী কয়েক বছর ঢাকা শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে। এই ব্যাপারে এলাকার চায়ের দোকানদার গিট্টু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন- “শোনেন ভাই! এমন সম্মান অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন, তাই ঢাকার এই সম্মানকে ধরে রাখতে আমাদের পক্ষ থেকে সবরকম সহায়তা থাকবে। দরকার হলে মেট্রোরেলের কাজ শেষ হলে আমরা পাতাল রেল চাইয়া আন্দোলন করবো। পাতাল রেল শেষ হইলে আবার পুনরায় ফ্লাইওভার চাইবো। এভাবেই চক্রাকারে আমরা একই রাস্তায় উন্নয়নের নামে কাটাছেঁড়া করানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।”

গত দুই বছর দ্বিতীয় অবস্থানে থাকার পর এইবার ঢাকা প্রথম অবস্থান লাভ করতে পেরেছে। এই বছর ভারতের কলকাতা ও দিল্লী শহরকে পিছনে ফেলে যানজটে সবচেয়ে বেশি স্কোর করেছে ঢাকা। সারাদেশের জন্য ব্যাপারটি সত্যিই অনেক আনন্দের। এমন মন্তব্য করেছেন ঢাকা পূর্ব-পশ্চিমের মেয়র জনাব হাজি জীবন আলী। তবে ঢাকার অন্যান্য এলাকার জনগণের মধ্যেও যথেষ্ট উচ্ছাস লক্ষ্য করা গিয়েছে বিষয়টি নিয়ে।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

চলুন এবার নিজেকে ভালোবাসার প্রতিজ্ঞা করি, কারণ ভালোবাসার শুরুটা নিজেকে দিয়েই

বাংলাদেশে টিকটক অ্যাপ বন্ধ করে দেওয়ার ঘোষণায় রাজধানীতে তরুণ-তরুণীদের আমরণ অনশন