ছ্যাঁকা খেয়ে ডাক্তার বন্ধুর কাছে সল্যুশন চাইতে আসায় বন্ধুকে প্যারাসিটামল দুই বেলা বলে ভাগিয়ে দিলেন মগবাজারের টিটু। জানা যায় যেকোন ধরণের সমস্যায় নাকি তিনি প্যারাসিটামল দুই বেলা দিয়ে সারানোর চেষ্টা করেন। তবে এমন সল্যুশন পেয়ে নাকি টিটু্র সেই বন্ধু মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন “আমি ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে গেসিলাম, ব্যাটা আমারে সান্তনা দিবো কি উল্টা বলে প্যারাসিটামল দুই বেলা খাইলে নাকি আমি ঠিক হয়ে যাবো। আরে ব্যাটা আমি কি জ্বর নিয়ে আসছি তোর কাছে যে আমার উপর ডাক্তারি ফলাস! আমার প্রেমিকা পাশের বাসার আংকেলের সাথে ভেগে গেসে আর ঐ শালা আমারে বলে প্যারাসিটামল দুই বেলা”-বলেই ভাইটি কান্নায় ভেঙে পড়েন।
এ ব্যাপারে জানার জন্য টিটুকে ফোন দিলে তিনি ফোন ধরেই হ্যালো বলার বদলে বলেন “প্যারাসিটামল দুইবেলা”, বলে ফোন রেখে দেন।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।