প্রথমবার কারো সাথে ডেটে যাওয়া মানেই ‘first impression’ জমানোর একটা বিশেষ দিন। তাই কোন খাবারগুলো অন্তত প্রথম দিনে অর্ডার না করাই ভালো, সেটা নিয়ে আজকের এই লিস্ট।
১. Messy Burger – প্রথম ডেটেই সসে টইটুম্বুর বার্গার, বিশাল বড় সাইজের হাঁ করে খেলে, একটু কেমন জানি দেখাবে!
via GIPHY
২. Wings – হাতে-মুখে বেশ মাখামাখি হয়ে যায়, তাই প্রথম দিন এটা avoid করাই ভালো!
via GIPHY
৩. Spaghetti – বিশাল বড় সাইজের স্প্যাগেটি খেতে গিয়ে প্রায়ই মুখের চারপাশে মাখামাখি হয়ে অদ্ভুত অবস্থা হয়ে যায়!
via GIPHY
৪. Onion Rings – পেঁয়াজের কারণে একটু বাজে স্মেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এটা বরং প্রথম দিনে এড়িয়েই চলুন।
via GIPHY
৫. Lobster or Crabs – লবস্টার/ক্র্যাব অথবা shell fish জাতীয় খাবারগুলো খেতে বেশ কসরত করা লাগে, তাই দেখতেও কিছুটা weird লাগে
via GIPHY
৬. Carbonated Beverages – কার্বোনেটেড সফট ড্রিংকস খাওয়া মানেই কিছুক্ষণ পর পর ঢেকুর তোলার সম্ভাবনা, তাই বাদ দিতে পারলেই ভালো।
via GIPHY
৭. Spicy Foods – খুব বেশি ঝাল খাবার এড়িয়ে চলাই ভালো হবে, বিশেষ করে যদি আপনি ঝাল খেতে অভ্যস্ত না হন
via GIPHY
৮. Overpriced Items – প্রথম ডেটে গিয়েই আরেকজন বিল দিবে ভেবে, ইচ্ছামতো দামি খাবারের আইটেম অর্ডার করাটা বেশ অভদ্রতাই বলা যায়!