in

মাইরালামাইরালা

তেলের দাম বেড়ে যাওয়ায় নারকেল তেল দিয়ে বাইক চালাচ্ছেন সাভারের অংকন

সম্প্রতি দেশের তেলের বাজারে চলছে তেলেসমাতি পরিস্থিতি, তেলের ক্রমবর্ধমান দামের জন্য হা-হুতাশ করছেন গাড়ি থেকে শুরু বাইকের মালিক সবাই। এমন পরিস্থিতিতেই অকটেনের পরিবর্তে নারকেল তেল দিয়ে বাইক চালিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন সাভারের অংকন নামের এক যুবক।

এই ব্যাপারে অংকন ভাইয়ের কাছ থেকে জানার জন্য তাকে কল করা হলে তিনি বলেন “আসলে সবটাই আপনার মনের ইচ্ছা, রোজ ভাত খাইতে খাইতে রুটি খাওয়া যাবে না এমন তো কোনো কথা নেই, আমার বাইককেও আমি সেরকম মোটিভেশন দিয়েছি। এরপর দেখি নারকেল তেল দিয়ে বাইক রকেটের গতিতে চলছে! দুর্যোগের এই সময়ে আমার এমন উদ্ভাবনের জন্য এক-দুইটা নোবেল যদি কেউ আমার দিকে ছুঁড়ে মারতো আমি এমন আরো নতুন নতুন উদ্ভাবন করার সাহস পেতাম।”

তবে অংকন ভাইয়ের এমন কাজ দেখে নারকেল তেল না পেয়ে ঘরে থাকা সয়াবিন তেল বাইকে ভরার সময় বউয়ের কাছে হাতে-নাতে ধরা খাওয়ার পর “*chuckles*, I am in danger” স্ট্যাটাস দিয়ে পলাতক রয়েছেন খিলগাঁওয়ের অন্তু নামের অন্য আরেক যুবক।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে বিষয়গুলো জানা থাকলে আপনার হোস্টেল লাইফ সহজ হয়ে যাবে

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন তেল দিয়ে আপনার এখন বাইক/গাড়ি চালানো উচিত