HSC পরীক্ষায় তৃতীয়বারও ফেল করার পর ডিম খেয়ে পরীক্ষা দেওয়াকে কারন হিসেবে দেখিয়েছেন কুমিল্লার আলম নামের এক ছাত্র। জানা যায়, আজ সকালে এইচএসসি রেজাল্ট জানার জন্য নিজের জাস্টফ্রেন্ডকে নিয়ে কলেজে যাওয়ার পর জাস্টফ্রেন্ড এ প্লাস পেলেও আলম বরাবরের মত ফেলের লিগ্যাসি ধরে রেখে তৃতীয়বারের মত ব্যাক টু ব্যাক ফেল করেছেন। তবে এবার আলম অজুহাত হিসেবে জানিয়েছেন পরীক্ষা দিতে যাওয়ার দিন ডিম দিয়ে ভাত খেয়ে যাওয়ায় তিনি ফেল করেছেন। এ ব্যাপারে আলমের সাথে কথা বলতে গেলে তিনি বাবার মাইরের ভয়ে আত্নগোপনে থাকলেও ফোনে আমাদের বলেন- “আর বইলেন না এবার পাশটা হয়েই যেতো, কিন্তু ভেজাল লাগাইলো শালার ডিম। কেনো যে ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলাম। ডিমের জন্য এবারো ফেইল করলাম। ফেইল করায় আমার জাস্ট ফ্রেন্ড ও আমায় ছেড়ে চলে গেসে। প্ল্যান ছিলো এইচএসসি পাশ করে ট্রাক ড্রাইভার হবো, কিন্তু এখন শুনতেসি বাবা নাকি নদীতে পানি থাক বা না থাক সামনের মাসে আমাকে একটা নৌকা কিনে দিয়ে পদ্মা নদীর মাঝি বানিয়ে দিবেন। খুবই আতংকে আছি ভাই আমার জন্য দোয়া করবেন” বলেই আলম ফোন কেটে দেন।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।