in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

আর্টিস্ট জীবনে যে ৯টি কঠিন বিড়ম্বনার শিকার আপনাকে হতেই হবে

অন্যান্য দেশের কথা জানি না, কিন্তু আমাদের দেশের এক অদ্ভুত নিয়ম হলো, কেউ যদি একটু-আধটু আঁকতে জানে, তাহলেই তার অবস্থা খারাপ। কেন? কারণ সবাই তখন তাদের বিভিন্ন আর্জি নিয়ে আপনার কাছে চলে আসবেই আসবে। আর যদি প্রফেশন হিসেবে আপনি একজন আর্টিস্ট হন, তাহলে তো কথাই নাই! আর তাই আজ থাকছে একজন আর্টিস্টকে প্রতিনিয়ত কি কি শুনতে হয় তার একটি ছোট্ট তালিকা-

১. বন্ধুরা প্রায়ই আপনার কাছে এমন বায়না ধরে, “দোস্ত আমার একটা ছবি এঁকে দিবি প্লিজ?”

via GIPHY

 

২. নিজেকে আর্টিস্ট হিসেবে পরিচয় দিতে গেলেই এমন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতেই হয়- “আর্টিস্ট তা বুঝলাম, কিন্তু তোমার জব কি?”

via GIPHY

 

৩. ছোট ভাই-বোন তাদের স্কুল প্রজেক্ট আপনাকে দিয়ে করিয়ে নেয়

via GIPHY

 

৪. বন্ধুরা আপনাকে তাদের যেকোনো আত্মীয়ের বিয়ে/ গায়ে হলুদ অনুষ্ঠানের আলপনা করিয়ে নেয়ার জন্য জোর করে

via GIPHY

 

৫. আর প্রায়ই বন্ধুরা ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করে আপনাকে বলে “দোস্ত তুই এটা আমাকে বানাই দিতে পারবি?”

via GIPHY

 

৬. শুধু কি তাই? আঁকাআঁকি, কাটাকাটি মোটকথা আর্ট সম্পর্কিত কিছু হলেই সবাই আপনার পিছনে উঠে পড়ে লাগে

via GIPHY

 

৭. আর যদি ভাগ্যক্রমে কখনো আপনি কোনো ক্লায়েন্ট পেয়েও যান, তারপর এমন কিছু শুনতে হয়, “এইটুকু এঁকে দেয়ার জন্য এতো টাকা চাচ্ছেন?”

via GIPHY

 

৮. আপনার আর্ট অনেকেই বুঝে না বরং এমন কথা শুনায়- “এইগুলা তো ক্লাস ২ এর বাচ্চারাও পারে”

via GIPHY

 

৯. রং,পেন্সিল, কলম, কাগজ দিয়ে আপনার ব্যাগ সবসময় ভর্তি থাকে, তাই দরকারের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

Quiz: জেনে নিন রাতের বেলা আপনার সাথে ভয়ংকর কি ঘটবে

যে ৭টি কারণে আপনি ইনস্টাগ্রামে নয়, বরং মিনা কার্টুনের গ্রামে Belong করেন