in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

১০টি পয়েন্টে একটি গ্রুপ ট্রিপের শুরু থেকে শেষ

বন্ধুদের সাথে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মত আনন্দ খুব কম কিছুতেই আছে। তবে কয়েক মাথা একসাথে হলে একটা সফল ট্রিপ প্ল্যান করা মোটামুটি একধরনের দুঃসাধ্য কাজ। অনেক সময় দেখা যায়, অনেক প্ল্যান-ট্যান করেও ট্রিপ ক্যান্সেল হয়ে যায়। তারপরেও যারা এই দুঃসাধ্য কাজটি করে ফেলতে পারেন, তারা নিজেদের ট্রিপগুলো শুরু থেকে শেষ কিভাবে হয় তার একটা ফ্ল্যাশব্যাক দেখে নিন।

১. হুট করে একদিন কোন এক বন্ধু বলে ওঠে “চল দোস্ত অনেকদিন কোথাও যাই না, একটা ট্রিপ দরকার”

via GIPHY

 

২. এরপর শুরু হয় প্ল্যান, সবাই একসাথে খুব এক্সাইটেড হয়ে যায়

via GIPHY

 

৩. এসময় হুট করে সার্কেলের একজন মাঝে দিয়ে বাগড়া দিয়ে দেয়, “আরে হুদাই টাকাপয়সা নষ্ট করার কি দরকার”

via GIPHY

 

৪. ট্রিপের আগের কয়েকদিন ধরেই চলে সব প্ল্যানিং, টিকেট কেনা আর বাকি সব কাজ, সবাই যে যার কাজের জায়গায় একদম চিল মুডে থাকে

via GIPHY

 

৫. ফাইনালি সেই কাংখিত দিন, সবাই মিলে বাসস্ট্যান্ড অথবা ট্রেন স্টেশনে “And the journey begins”

via GIPHY

 

৬. রাস্তায় একসাথে সবাই চিল্লাতে চিল্লাতে দুনিয়া গরম করে ফেলা

via GIPHY

 

৭. অবশেষে গন্তব্যে পৌঁছানো

via GIPHY

 

৮. ট্রিপে থাকাকালীন কয়েকদিন দিনদুনিয়ার বাকি সব ভুলে যাওয়া

via GIPHY

 

৯. ট্রিপ শেষের ঠিক আগেরদিন মনে আসা, কালকেই ছুটি শেষ. আবার ফিরতে হবে পুরনো সেই রেগুলার লাইফে

via GIPHY

 

১০. ট্রিপ শেষে বাসায় আসার পর, “কিছু নেই জীবনে”

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ইউনিভার্সিটি লাইফ নিয়ে ৮টি তরতাজা মিম

১০০০ হাজার টাকার মধ্যে ১০টি স্পোর্টস্ হেডফোন যা আপনি ঘরে বসে কিনতে পারেন