in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে

মাস্ক না পরার জন্য ধরা খেলে বাংলাদেশিরা যে ৯টি অজুহাত ব্যবহার করে

করোনা প্রতিরোধে “মাস্ক” যে খুব প্রয়োজনীয় একটি জিনিস তা বোধ হয় অনেকেই ভুলে গিয়েছে। আর তাই মাস্ক নিয়ে বাংলাদেশিদের বিরাট একটি অংশ এখনো উদাসীন। মাস্ক না পরে পরিচিত কারও কাছে কিংবা পুলিশ কিংবা সংবাদমাধ্যমের কাছে ধরা খেয়ে গেলে তারা কি ধরনের অজুহাত দেয় সেগুলো একটু দেখুন আমাদের আজকের তালিকায়।

১. মাস্ক পরলে দমবন্ধ লাগে

via GIPHY

 

২. আরে এই তো মাত্রই খুললাম

via GIPHY

 

৩. মাস্ক পরলে চশমা ঘোলা হয়ে যায়

via GIPHY

 

৪. আরে আমার কিছু হবে না, আমি করোনার চেয়েও শক্তিশালী

via GIPHY

 

৫. আমার মাস্কটা আরেকজন পরতে নিয়ে গেছে

via GIPHY

 

৬. এখানে তো তেমন ভিড় নেই

via GIPHY

 

৭. মাস্ক পরলে অনেক গরম লাগে

via GIPHY

 

৮. বাসার কাছেই বের হয়েছি, এখানে আবার মাস্ক লাগে নাকি?

via GIPHY

 

৯. কই মাস্ক পরি নাই? এই যে দেখেন মাস্ক পরে নিলাম

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: জেনে নিন আপনার পার্সোনালিটি কোন সিজনটি রিপ্রেজেন্ট করে, শীত নাকি গ্রীষ্ম?

যখন নিজেকে লস্ট মনে হয় তখন যে ৬টি ব্যাপার খুব সাহায্য করে