in

মাইরালামাইরালা

কিনিবো বলে গরু, যেভাবে জীবনটা হয় মরু

কোরবানির ঈদের বিরাট একটি ঝক্কি হচ্ছে গরু কেনা, এই এক গরু কেনা নিয়ে জীবনের উপর দিয়ে যে একটা ছোটখাটো ঝড় বয়ে যায় এটা শুধু তারাই বুঝেন যারা এই গরুদায়িত্ব থুক্কু গুরুদায়িত্ব পালন করেন।

১. প্রথমেই শুরু হয় গরু দেখা পর্ব, এই হাট থেকে ঐ হাটে হাজার খানেক গরু না দেখলে মন ভালো হয় না

via GIPHY

 

২. নিজের দেখা শেষ হলে বন্ধুবান্ধবরা দেখতে বের হলে তাদেরকে সময় দেওয়াটাও এক ধরনের নৈতিক দায়িত্ব

via GIPHY

 

৩. হাটে যাবো আর গরুর পাছায় থাপ্পড় না মারলে মনের ভেতর কেমন একটা উশখুশ করতে থাকে। তাই রিস্ক নিয়ে এই কাজটাও করতে হয়

via GIPHY

 

৪. রাস্তাঘাটে অন্যকাউকে গরু নিয়ে যেতে দেখলেই নিজের অজান্তেই বের হয়ে সেই দুইটি Magical words “ভাই কত?”

via GIPHY

 

৫. এভাবে কয়েকদিন শেষ হয়, দাম আর সাইজে কোন কিছুতেই মিলে না। ভাবি এবার কি গরু কেনা হবে না?

via GIPHY

 

৬. তার উপর গরু কিনতে গিয়ে গরুর দৌড়ানি আর গুতা না খেলে হয়?

via GIPHY

 

৭. মাঝেমধ্যে কাদায় আর গোবরে পড়ে একটু হাল্কা মাখামাখি অবস্থাও হয়

via GIPHY

 

৮. অবশেষে শেষমেশ তড়িঘড়ি করে ঈদের আগের দিন রাতে একটা গরু কিনে হেলেদুলে বাসায় ফিরি

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

কোরবানির ঈদ নিয়ে ১০টি কোপাকুপি মিম

এবারের কোরবানি ঈদে যে ৮টি বিষয় আমরা মিস করবো