in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

একটু বেশি বেশি করলেও বাংলাদেশিদের যে ৮টি কাজ একদমই খারাপ না

হলিউড/বলিউড মুভি দেখে আমার প্রায়ই মনে হতো, ভাই ওরা আমাদের থেকে অনেক আলাদা। ওদের জন্য যেই কাজগুলো খুবই সাধারণ, সেগুলো আমরা করলে আম্মু/আব্বুর জুতার বাড়ি খেতে হতে পারে নিশ্চিত। তবে এর উল্টোটাও কিন্তু সত্য। জাতিগত ভাবেই আমরা একটু আবেগপ্রবন, তাই ছোট খাটো কারণেই তুলকালাম করে ফেলা আমাদের অভ্যাস। মিলিয়ে দেখুন তো, আপনার পরিবারও এই কাজগুলো করে কিনা? উত্তর যদি ‘না’ হয়, তবে ভাই আপনি মনে হয় বাংলাদেশিই না।

১. বিদেশফেরত কোনো আত্মীয়কে রিসিভ করতে বা বিদেশগামী আত্মীয়কে বিদায় জানাতে পুরো পরিবার মিলে এয়ারপোর্টে যাওয়া

via GIPHY

 

২. প্রথমবারের মতো যখন কোনো গেস্ট বাসায় আসে, তখন তাকে বাসার আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখানো

via GIPHY

 

৩. ছোটখাট দাওয়াতেও যে করেই হোক, ১০/১২ রকমের আইটেমের ব্যবস্থা করা

via GIPHY

 

৪. পরীক্ষা বা বড় কোনো কাজের আগে আব্বু/আম্মুর দোয়া পড়ে ফুঁ দিয়ে দেয়া

via GIPHY

 

৫. বিয়ে কিংবা যেকোনো উৎসবে বাড়ি ভর্তি আত্মীয় এবং গেস্ট সবাই মিলে খাটে, ফ্লোরে কোনোভাবে জায়গা করে ঘুমিয়ে পড়া

via GIPHY

 

৬. গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ হলেই ক্লাস, অফিস সব বন্ধ করে সবাই একসাথে খেলা দেখা

via GIPHY

 

৭. আপ্যায়নের সময় অতিথি না চাইলেও তাকে জোর করে আরেকটু বেশিই খাবার তুলে দেয়া

via GIPHY

 

৮. ফোন আলাপে কুশল বিনিময়ের পাশাপাশি বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট, তরুণ-তরুণীদের বিয়ের প্রস্তুতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

Quiz: জেনে নিন এই লকডাউনে কে আপনাকে সবচেয়ে বেশি মিস করছে?

পড়তে বসানোর জন্য বাবা মায়েরা যেই ১০টি ডায়ালগ ব্যবহার করে