in

আর্জেন্টিনার সাপোর্টারদের কান্নাকাটির চাপ সইতে না পেরে ডাউন হয়ে গিয়েছিল ফেসবুক সার্ভার

চলমান কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যে সেমিফাইনাল ম্যাচে ২-০ গোলে জিতে গিয়েছে ব্রাজিল।
এরপর থেকে আর্জেন্টিনার অনেক সমর্থক ফেবু লাইভে এসে কান্নাকাটি করাসহ অদ্ভুত আচরণ করতে থাকেন। ধারণা করা হচ্ছে ফেবু সার্ভার ডাউন হওয়ার পেছনে এ কারণটি বিশেষভাবে জড়িত আছে। ওদিকে আর্জেন্টিনার বিপক্ষে জয় তু্লে নিয়ে বেশ উল্লসিত ব্রাজিল সমর্থকরাও সারাদিন ধরে আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে নানান ট্রল করেন।কেউ কেউ ফেসবুকে আর্জেন্টিনাকে রীতিমত তুলোধোনা করে ছেড়েছেন।

তাদের মুহুর্মুহু স্ট্যাটাস আর ট্রলের কারণেই সন্ধ্যা থেকেই ফেবুতে ছবি দেখা যাচ্ছে না বলে ধারণা এক আর্জেন্টিনা ফ্যানের।।ইনস্টাগ্রামেও একই চিত্র দেখা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ অার্জেন্টিনার সাপোর্টার জানান, “ব্রাজিলের ফাজিল পোলাপান এতো বেশিই স্ট্যাটাস আর ট্রল করেছে যে ওরা ফেবু সার্ভার ডাউন করে দিয়েছে। সব ওদেরই দোষ। শালারা সেভেন আপের দল।”

আবার এক ব্রাজিল সমর্থক জনাব কেরামত মোল্লা বলেন, “আর জিতি নার (আর্জেন্টিনা) প্লাস্টিক সাপোর্টাররা কাইন্দা কাইন্দা লাইভ কইরা আর ব্রাজিলের সাপোর্টারগুলারে বদ দুআ দিয়া স্ট্যাটাস দিছে।এর লাইগা ই সার্ভার ডাউন হয়া গেছে। শালারা আর জিতি না করস, তো জিতবিই না তো।” শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকরা ফেসবুকে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে আছেন। তবে সার্ভার মেরামতে কাজ করে যাচ্ছেন জাকারবার্গ ভাই।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Leave a Reply

সব বয়সীদের স্বাস্থ্য সুরক্ষায় পালং শাকের অসাধারণ ৮টি গুন

যে ১০টি অভ্যাস না থাকলে নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিবেন না