in

ভাল্লাগসেভাল্লাগসে

যে সত্যগুলো অপ্রিয় হলেও আমাদের মেনে নিতে হবে

কেউ যদি ভেঙ্গে পরে আপনি তাকে সাহায্য করতে পারেন কিন্তু দিনের পর দিন নিজের ক্ষতি করে তাকে ঠিক করতে যাওয়াটা আপনার দায়িত্ব নয়, নিজেকে ভালোবাসতে হবে সবার আগে। নিজেকেই যদি ভালো না বাসতে পারেন অন্য কাউকে ভালোবাসবেন বা অন্য কারো সাথে ভালো থাকবেন কিভাবে। জেনে নিন এমন কিছু অপ্রিয় সত্য যেগুলো শুনতে ভালো না লাগলেও আমাদের মেনে নিতেই হবে।

১. খুব বেশি হলে সাহায্য করতে পারেন, কিন্তু নিজের ক্ষতি করে কাউকে ঠিক করতে যাওয়া আপনার কাজ নয়

via GIPHY

 

২. যেখানে যে অবস্থায় আছেন সেখানে যদি সন্তুষ্ট থাকতে না পারেন, আপনি আর কোথাও হ্যাপিনেস খুঁজে পাবেন না

via GIPHY

 

৩. একসাথে খারাপ থাকার চেয়ে, আলাদা হয়ে ভালো থাকাটা অনেক বেশি দরকারি

via GIPHY

 

৪. নিজেকেই যদি নিজের ভালো না লাগে, অন্যদেরকেও মন থেকে ভালো লাগবে না

via GIPHY

 

৫. ইগোর জন্য ভবিষ্যৎ আনন্দ, উন্নতি এগুলো সব আটকে যায়, যেকোনো বিষয়েই হোক- ইগো ঝেড়ে ফেলুন

via GIPHY

 

৬. কোন ঝুঁকি না নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি

via GIPHY

 

৭. দিনশেষে আপনি ছাড়া আপনার নিজের জন্য আর কেউই থাকবে না

via GIPHY

 

৮. কাজকে ভালোবাসতে না পারলে, দিনশেষে কাজও আপনাকে ভালোবাসবে না

via GIPHY

 

৯. কোন স্বার্থছাড়া একমাত্র স্বার্থহীনভাবে মা ছাড়া আর কেউ ভালোবাসবে না

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন মাছের BBQ করে খেলে আপনার ভাগ্য খুলে যাবে

স্পোর্টসের সাথে অন্য যে বিষয়গুলো অলিম্পিকে অন্তর্ভুক্ত করলে বাংলাদেশিরা অবশ্যই গোল্ড মেডেল নিয়ে আসবে